মুম্বই: তাঁর পুত্র সুরজ পাঞ্চলির সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কোনও সম্পর্কই নেই। যাদের কাজ-কর্ম নেই তারা এইসব মনগড়া, ভিত্তিহীন কথা রটিয়ে অহেতুক প্রচারে আসতে চাইছে। এমনটাই দাবি করেছেন সুরজের মা, প্রবীণ অভিনেত্রী জারিনা ওয়াহাব। এক সাক্ষাৎকারে জারিনা বলেন, কিছু মানুষ অহেতুক সুরজকে এই ব্যাপারটার মধ্যে টেনে নিয়ে আসছে। সুশান্তের মামলার সঙ্গে সুরজের কোনও সম্পর্কই নেই। বরং যেটা বলা দরকার তা হল, সুরজ আর সুশান্ত বিরাট বন্ধু হয়তো ছিল না কিন্তু কেউ কারও ক্ষতি করতে চায়নি কখনও। ওদের নানা সময়ে দেখা হয়েছে, কথাও হয়েছে। ওরা তো দেখা হলে পরস্পরকে ‘ভাই’ বলে ডাকতো। জারিনা আরও বলেন, এখন কিছু মানুষের হাতে অফুরান অলস সময়। তারা সারাদিন কম্পিউটারে চোখ দিয়ে বসে থাকে, আর কিছু একটা ঘটলেই কাউকে কাউকে খলনায়ক বানিয়ে তার নামে যা নয় তাই পোস্ট করে যেতে থাকে। যার নামে খারাপ কথাগুলো বলা হচ্ছে তার মানসিক অবস্থা এর ফলে কী হচ্ছে সেটা নিয়ে তারা ভাবতেই রাজি নয়। অনলাইনে কয়েকটা লোককে খারাপ বলে দিতে পারলেই হল আর কী! সুরজ নিজেই তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তা নিয়ে কেউ ভাবছে! জারিনা যাই বলুন, সুরজ পাঞ্চলির ট্র্যাক রেকর্ড খুবই ঘোলাটে। তাঁর প্রাক্তন প্রেমিকা জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং জিয়ার ভ্রূণ হত্যার অভিযোগ ওঠে সুরজের বিরুদ্ধে। সেই মামলা এখনও চলছে। সুরজ কয়েকদিন আগে বলেছেন, মামলা চলার সময়ে আমাকে খুনী, অপরাধী, প্রতারক– এমন নানা কথা অনবরত শুনে যেতে হচ্ছে। আমি অত্যন্ত কষ্টের সঙ্গে নিজের মনকে শান্ত রেখে সময়টা পার হচ্ছি।