নয়া দিল্লি: বিমানবন্দরে বা রেলস্টেশনে ফ্রি-ওয়াইফাই পেলে আর কী চাই! হাতে যদি সময় থাকে ওখানে বসেই নেট সার্ফিং করে সময় কাটয়ে দেওয়া যায়। কিন্তু সেই 'ফ্রি-জোনে'ই লুকিয়ে রয়েছে বিপদ? এমনই সতর্কবার্তা দিল পুলিশ।
সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এক ৪২ বছর বয়সি ব্যক্তি ধরা পড়েছে বিমানবন্দরে প্রতারণামূলক ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপনের অভিযোগে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) দাবি করেছে যে এই ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয় গোপনে। দেখে মনে হবে রেলেরই কিংবা বিমানবন্দরেরই নিজস্ব নেটওয়ার্ক। কিন্তু আসলে নয়।
এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হয়। বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে এই ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ। নিউজ কর্প অস্ট্রেলিয়ার মতে, পুলিশ অভিযোগ করেছে, ৪২ বছর বয়সী এই ব্যক্তি পারথ, মেলবোর্ন এবং অ্যাডিলেডের বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্থানে এবং অভ্যন্তরীণ ফ্লাইটে বৈধ ওয়াই-ফাই নেটওয়ার্কের কপি তৈরি করতে একটি ডিভাইস ব্যবহার করেছিলেন।
যখন ইউজাররা তাদের ডিভাইসগুলিকে ওই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেছিল, তখন তাদের একটি ফেক ওয়েব পেজে নিয়ে যাওয়া হয়। তাদের ইমেল বা সামাজিক মিডিয়া লগইন ব্যবহার করে সাইন ইন করতে হয় সেখানে। সেই কাজটি করলেই আপনার সব ইনফো তাঁদের হাতে।
পুলিশের হাতে যে ডিভাইসটি এসেছে সেখানে বেশ কিছু তথ্য সংরক্ষিত রয়েছে। ভিক্টিমদের অনলাইন তথ্য, ছবি, ভিডিও ও ব্যাঙ্কের বিবরণও রয়েছে ওই ডিভাইসে।
আরও পড়ুন, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে বিরল সাক্ষী হতে চলেছে বিশ্ব? ভারত থেকে কি দেখা যাবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে কোনও পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে লগ ইন করার সময় ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বদা সতর্ক হওয়া উচিত। কোনও ব্যক্তিগত বিবরণ চাইলে সেখানে লগ ইন না করাই ভাল। ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করাও উচিত নয়।
যারা পাবলিক হটস্পট ব্যবহার করছেন তাঁদের উচিত ডেটা এনক্রিপ্ট করা, সুরক্ষিত করতে তাদের ডিভাইসে ভিপিএন ইনস্টল করা উচিত। তা না হলে ডিভাইস সেটিংস পরিবর্তন করে 'ফরগট নেটওয়ার্ক' করে দিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে