রশ্মি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, এটা খুবই হতাশজনক যে সংবাদমাধ্যমের একাংশ সমস্ত সীমা অতিক্রম করে ভুয়ো খবর দেখাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি, যাঁরা এ সব করছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। কিন্তু খবরের নামে আমার ব্যক্তিগত জীবনে প্রবেশের চেষ্টা মোটেই সহনীয় নয়। বাস্তববাদী হোন কিন্তু আগে দয়ালু হোন।
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবরে বলা হয়েছে, অক্টোবরে দিশার সঙ্গে সিমলা যাওয়ার কথা ছিল রশ্মির। দিশা আত্মহত্যা করার আগের দিন রশ্মির সঙ্গে কথাও বলেছিলেন এই বিষয়ে। অভিনেত্রী জানিয়েছেন, দিশা মারা যাওয়ার (৮ জুন) কয়েক ঘণ্টা আগে যে পার্টি হয়েছিল, সে সম্পর্কেও তাঁর কিছু জানা নেই। রশ্মি দাবি করেছেন, দিশার সঙ্গে তাঁর ৭-৮ মাস কোনও যোগাযোগ ছিল না। অথচ, দিশার মৃত্যুর পরে রশ্মি ইনস্টাগ্রামে লিখেছিলেন, তোমার জন্মদিনে আমরা জুম-পার্টিতে যোগ দিয়েছিলাম। ... ভাবতে পারছি না, এ ভাবে চলে গেলে।...তোমাকে তো আমরা শক্ত মনের মানুষ বলেই জানতাম।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর কয়েক দিন আগে আত্মহত্যা করেছিলেন দিশা। সুশান্তের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এই দুই মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।