Rajasthan Accident: গুগল ম্যাপ দেখে ঠিকানা খুঁজতে গিয়ে অনেকেই ভুল জায়গায় পৌঁছে গিয়েছেন। এই ঘটনা নতুন নয়। এমনকি গুগল ম্যাপ এমন রাস্তা দেখিয়েছে যে গাড়ি চালাতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয়েছে, এমন অভিজ্ঞতাও রয়েছে। তবে এবার গুগল ম্যাপ ভুল নির্দেশ দেওয়ায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানে চিতোরগড়ে, ঘটেছে এই দুর্ঘটনা। গুগল ম্যাপের ভুল নির্দেশের জন্য বানস নদীতে তুমুল স্রোতের মধ্যে পড়ে ভেসে গিয়েছে একটি গাড়ি। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিখোঁজ রয়েছে এক শিশু। 

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। ভিলওয়াড়া থেকে ফিরছিল ওই পরিবার। নদীর উপর থাকা একটি বন্ধ কালভার্ট পেরোনোর চেষ্টা করেছিল গাড়িটি। অচেনা রাস্তায় গুগল ম্যাপের উপরেই ভরসা করেছিলেন গাড়ির চালক। আর গুগল ম্যাপের দিক নির্দেশ মেনেই বানাস নদীর উপর বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকা একটি কালভার্টে পৌঁছে যায় গাড়িটি। নদীর উপরের ওই কালভার্ট ব্রিজে পৌঁছনো মাত্রই গাড়িটি আটকে যায় বেকায়দায়। সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। তার ফলে অনায়াসে গাড়িটি ভেসে গিয়েছে। 

এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। গাড়ির ছাদে বসে কোনওমতে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন ৫ জন। জানা গিয়েছে, প্রবল জলস্রোতের কারণে বানাস নদী পারাপারের সমস্ত ব্রিজ বন্ধ করা হয়েছিল। তার মধ্যেই একটি কালভার্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই গাড়ির চালক। গুগল ম্যাপ তেমনটাই দেখিয়েছিল। আর তার ফলেই ঘটেছে এই বড়সড় বিপত্তি। চিতোরগড় পুলিশের এসপি জানিয়েছেন, ওই গাড়িটি বানাস নদীর উপরে সোমি আপরেডা ব্রিজে পৌঁছেছিল। সেখান দিয়েই পার হয়ে গিয়েছে বিপদ ঘটেছে। কয়েক মাস ধরে বন্ধ থাকা কালভার্ট ব্রিজে গাড়িটি আটকে যায়। তারপর জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। 

জলোচ্ছ্বাসের মধ্যেই কোনওমতে গাড়ির জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন ভিতরে থাকা কয়েকজন। কোনওমতে চড়ে বসেন গাড়ির ছাদে। তাঁদের মধ্যেই একজন ফোন করে পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। একটি নৌকার আয়োজন করা হয়। অন্ধকারে ওই পরিবারের সদস্যদের কাছে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। সাহায্যের হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারাও। অবশেষে পুলিশ এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা গাড়ির কাছে পৌঁছে যান, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। মোবাইলের টর্চ জ্বালিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন আটকে পড়া পর্যটকরা। সেই আলো দেখে তাঁদের কাছে পৌঁছতে পেরেছিল উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে ২ মহিলা এবং ২ জন শিশু জলের তোড়ে ভেসে গিয়েছে। বাকি ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যাঁরা ভেসে গিয়েছিলেন, তাঁদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। একটি শিসুর খোঁজ চলছে।