কিন্তু বিজ্ঞাপনে কোথাও সুশান্ত সংক্রান্ত কোনও প্রসঙ্গই ওঠেনি। একটি স্বনামধন্য কোম্পানির চিপসের বিজ্ঞাপনে রণবীর এক সদ্য পাশ করা কলেজ ছাত্রের ভূমিকায়। আগামী দিনে কী ভাবছেন? রণবীরকে সকলের প্রশ্ন 'আরে এবার কী করবে ভাবছ?'। এই পরিস্থিতিতে তিতিবিরক্ত রণবীরের মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে পদার্থবিদ্যার নানারকম টার্মস ব্যবহার করে একটা জগাখিচুড়ি উত্তর দেয়। তাতে এক্কেবারে ঘাবড়ে যায় সকলে।
তাহলে বিতর্ক কেন? সুশান্ত ভক্তদের দাবি, প্রয়াত অভিনেতারও পদার্থবিদ্যা প্রিয় ছিল। সেইজন্যই রণবীরের মুখে এমন ডায়লগ বসানো হয়েছে।
এই বিজ্ঞাপন সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় #BoycottBingo হ্যাশট্যাগ বহুল ব্যবহৃত হচ্ছে। অনেকে আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রণবীরকে ব্যাঙ্গ করে জিগ্যেস করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী?
এই নিয়ে হইচই পড়ে যাওয়ার পর চিপস প্রস্তুতকারী সংস্থা আইটিসির দাবি, এই বিজ্ঞাপনটি ২০১৯ এর অক্টোবরে শ্যুট করা হয়। কিন্তু করোনা কালে ওই স্ন্যাকস বাজারে আনা সম্ভব হয়নি। তাই সুশান্তের মৃত্যু বা সুশান্ত, এগুলোর সঙ্গে কোনও সম্পর্ক নেই এই বিজ্ঞাপনের।