নয়াদিল্লি : সংসদের তৃতীয় মোদি সরকারের প্রথম দিন। এদিন কংগ্রেসকে নিশানা করতে ফের মোদি হাতিয়ার করেন  ৫০ বছর আগের জরুরি অবস্থাকে। বলেন, 'ভারতের এই নতুন প্রজন্ম এটা কোনও দিন ভুলবে না, যে ভারতের সংবিধানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল'। আর ঠিক একদিন পরে, আজ, ২৫ জুন, মোদি সোশ্যাল মিডিয়ায় লিখলেন একটা লম্বা বার্তা। এমার্জেন্সির প্রসঙ্গে টেনে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। 


লিখলেন, 'আজ সেই সব মানুষকে শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জরুরি অবস্থার অন্ধকার দিনগুলি আমাদের মনে করায় কীভাবে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিল কংগ্রেস। সংবিধানকে বিকৃত করা হয়েছিল। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করেছিল কংগ্রেস। কংগ্রেসের কথা না মানা প্রতি ব্যক্তিকে হেনস্থা, অত্যাচারের শিকার হতে হয়েছে। দেশের বেশিরভাগ মানুষকে জেলে পোরা হয়েছিল। যারা দেশের ওপর জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিল তাদের কোনও অধিকার নেই সংবিধানের প্রতি ভালবাসা ব্যক্ত করার। ' 


মোদি এই বিষয়ে পরপর কয়েকটি ট্যুইট করেন। লেখেন, 'যে মানসিকতা থেকে জরুরী অবস্থা জারি করেছিল সেটা এখনও সেই পার্টির মধ্যেই তা অনেকটাই জীবন্ত অবস্থায় রয়েছে । তারা তাদের উপর উপর সংবিধানের প্রতি তাদের ঘৃণা লুকিয়ে রাখে কিন্তু ভারতের জনগণ তাদের বিদ্বেষ দেখেছে এবং সেই কারণেই  বারবার তাঁদের প্রত্যাখ্যান করা হয়েছে।'  তিনি লেখে, 'শুধু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তৎকালীন কংগ্রেস সরকার প্রতিটি গণতান্ত্রিক নীতিকে উপেক্ষা করে দেশকে কারাগারে পরিণত করেছিল। কংগ্রেসের সঙ্গে একমত না হওয়ার  জন্য যে কোনও ব্যক্তিকে নির্যাতন ও হয়রানি করা হত।' 


নরেন্দ্র মোদি যখন পঞ্চাশ বছর আগের, ইন্দিরা গাঁধীর সিদ্ধান্তকে হাতিয়ার করে সরব হন, তখন গুনে গুনে তৃতীয় মোদি সরকারের প্রথম পনেরো দিনের ১০ টি ঘটনাবলী তুলে ধরে আক্রমণ শানান রাহুল গাঁধী। এক্স হ্য়ান্ডলে রায়বরেলির কংগ্রেস সাংসদ লেখেন, NDA-র প্রথম ১৫ দিন। ১. ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২. কাশ্মীরে জঙ্গি-হামলা। ৩. ট্রেনে যাত্রীদের দুর্দশা। ৪. NEET কেলেঙ্কারি। ৫. NEET PG বাতিল। ৬. UGC NET-এর প্রশ্নপত্র ফাঁস।  ৭. আরও দামি দুধ, ডাল, গ্যাস, তেল। ৮. আগুনে জ্বলছে বনভূমি। ৯. জল সঙ্কট। ১০. হিটওয়েভে মৃত্য়ু।  


এর উত্তরে মোদি কিছু উত্তর দেন কিনা , উত্তর দেবে সময়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?