Fever FM: বন্ধ হতে চলেছে জনপ্রিয় ফিভার এফএম (Fever FM)। লিঙ্কডইন (Linkdin) - এ পোস্ট করে ফিভার এফএম- (FM Channel) এর তরফে জানানো হয়েছে যে তাদের কাজকর্ম বন্ধ করা হচ্ছে। মিডিয়া জগতের পরিবর্তনশীল এবং নিত্যনতুন ধারা- র সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছে ফিভার এফএম কর্তৃপক্ষ। সূত্রের খবর, রিব্র্যান্ডিং হতে চলেছে ফিভার এফএম- এর। হয়তো নতুন রূপে ফিরে আসতে চলেছে এই এফএম চ্যানেল। সংস্থার লিঙ্কডইন পেজ থেকে তেমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে। 


কী লেখা হয়েছে ফিভার এফএম- এর লিঙ্কডইন পেজে


কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে এই জরুরি ঘোষণা করা হচ্ছে। অংশীদার এবং শ্রোতারা এই দুঃসময়ে তাদের পাশে ছিলেন। কিন্তু সকলের জন্য এই সিদ্ধান্ত নিতেই হত। ফিভার এফএম- এর চিফ এক্সিকিউটিভ রমেশ মেনন একটি ভিডিও বার্তাও দিয়েছেন যা এফএম চ্যানেলের লিঙ্কডইন পেজে শেয়ার করা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, স্টেশন বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অনেক বিচার, বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে, রেডিও স্টেশনটি তাদের কার্যক্রম একেবারেই বন্ধ করে দিচ্ছে না বরং নতুন ভাবে নতুন রূপে আত্মপ্রকাশ্যে পরিকল্পনা রয়েছে। তবে আগামী দিনে ফিভার এফএম চ্যানেল কীভাবে পাওয়া যাবে তা স্পষ্ট হয়নি এখনও। অন্যদিকে রমেশ মেনন আবার এও বলেছেন যে, মিডিয়া জগতের পরিবর্তনশীল ধারার সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকা, বর্তমান সময়ের উপযোগী হওয়া আজকাল বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি ওই পোস্টে আরও লিখেছেন যে, 






ফিভার নেটওয়ার্ক শুরু হয়েছিল ২০০৬ সালে। বর্তমানে ভারতের ১৫টি এলাকায় ২২টি স্টেশন রয়েছে ফিভার এফএম- এর। ফিভার নেটওয়ার্কের আওতায় রয়েছে ফিভার এফএম, রেডিও ওয়ান, রেডিও Nasha, পাঞ্জাবি ফিভার। বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছিল ফিভার এফএম। বাজার চলতি অন্যান্য এফএম স্টেশনের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতাও। বিশেষজ্ঞদের একাংশের মতে সেই প্রতিযোগিতাতেই হয়তো পিছিয়ে পড়ছিল সংস্থা। আর সেই কারণেই বন্ধ হতে চলেছে ফিভার এফএম। এখন সময়ের অপেক্ষা। নতুন রূপে কীভাবে এই এফএম চ্যানেল ফিরে আসে সেটাই এখন দেখার। 


আরও পড়ুন- একমাসে তিনটি ফোন ! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইটেল পাওয়ার সিরিজের তিন মডেল