Itel Smartphones: আইটেল সংস্থা তাদের পাওয়ার সিরিজের (Itel Power Series) নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে শেষবার লঞ্চ হয়েছিল আইটেল সংস্থার পাওয়ার মডেল আইটেল পি৫৫ (Itel P55)। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই আইটেল সংস্থা তিনটি পাওয়ার মডেল লঞ্চ করবে। যদিও কোন কোন ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট নাম জানা যায়নি। তবে সূত্রের খবর, এই তিনটি ফোনের মধ্যে একটিতে হয়তো অ্যাড্রয়েড ১৪ (গো এডিশনের) সাপোর্ট থাকতে পারে। এই মডেলটি বাজেট স্মার্টফোন হওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দাম থাকবে সাধ্যের মধ্যে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, আইটেল সংস্থার আসন্ন পাওয়ার মডেলগুলিতে আগের ফোনের তুলনায় আধুনিক ও উন্নত ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।


আইটেল সংস্থা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে তাদের দ্বিতীয় পাওয়ার সিরিজের ফোনগুলিতে আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। তিনটি ফোনের মধ্যে তৃতীয় মডেলটিতে থাকবে এক্সক্লুসিভ মেমরি ফিচার। এই জাতীয় ফোন প্রথমবার ভারতের বাজারে আসছে বলেও দাবি করেছে সংস্থা। দুটো টিজার ইমেজ অর্থাৎ ছবি প্রকাশ্যে এনেছে আইটেল কর্তৃপক্ষ। পাওয়ার সিরিজের আসন্ন ফোনগুলির ডিজাইন সম্পর্কে সেখান থেকে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। ভারতে এই ফোনগুলি লঞ্চের পর এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে।


ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে ফোনের ফ্রন্ট প্যানেল। এই ডিসপ্লের উপরের দিকে মাঝবরাবর হোল পাঞ্চ স্লট দেখা গিয়েছে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। এই কাট আউটের চারপাশে থাকবে ডায়নামিক বার যেখানে ফোনের চার্জ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে। আইটেলের এই ডায়য়ামিক বার একদম অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো, যেখানে ইউজাররা নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পাবেন।


ফাঁস হওয়া আর একটি ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেল। সেখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। ফোনের পিছনের অংশে বাঁদিকে একদম উপরে দুটো গোলাকার ক্যামেরা মডিউল সাজানো রয়েছে লম্বালম্বি। এর সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন।


আইটেল পি৫৫ ফোন


গতবছর সেপ্টেম্বর মাসে (২০২৩) দেশের সবচেয়ে সস্তা ৫জি মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল পি৫৫। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। আইটেল পি৫৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। আইটেল পি৫৫ ৫জি ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ২০, দাম ১০ হাজারের আশপাশেই, কী কী ফিচার রয়েছে?