প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল ভাষণে বলেন, লকডাউনের দ্বিতীয় দফার বিস্তারিত নির্দেশিকা জারি হবে ১৫ এপ্রিল। এই পরিস্থিতিতে প্রবলভাবে ধাক্কা খেয়েছে দিন আনা-দিন খাওয়া শ্রমিকরা। তাঁদের জন্য লকডাউনে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাছাড়া রবিশস্য তোলার সময়ে কৃষকদেরও ছাড় মিলবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাছাড়াও আগামী ১ সপ্তাহ খুব কঠিন সময় বলে উল্লেখ করেন মোদি। এই সময় স্পর্শকাতর অঞ্চলগুলির উপর কড়া নজর রাখা হবে। এরপর ২০ এপ্রিল থেকে যেসব জায়গায় সংক্রমণ ছড়ায়নি সেখানে অতি জরুরি কিছু কাজের জন্য কিছু ছাড়া মিলতে পারে বলে ঘোষণা করেন মোদি। ভাষণে প্রধানমন্ত্রীর মন্তব্য, দেশে স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। ল্যাব গঠন হয়েছে, হাসপাতালে বেড বাড়ানো হয়েছে, দেশজুড়ে ৬০০টি হাসপাতালে করোনা-চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রীর লকডাউন বাড়ানোর পদক্ষেপ দৃঢ় ও স্পষ্ট, প্রশংসা করে বলল ফিকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2020 09:44 AM (IST)
উপযুক্ত তথ্য, বিজ্ঞানের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, মানুষের জীবনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েই এই পদক্ষেপ, প্রশংসা ফিকির।
Mumbai: Prime Minister Narendra Modi waves during a BJP function, in Mumbai on Tuesday, June 26, 2018. (PTI Photo/Mitesh Bhuvad) (PTI6_26_2018_000136A)
নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন ৩ মে অবধি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করল ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FICCI. একটি টুইটে তারা লিখেছে, প্রধানমন্ত্রীর সাহসী ও সুস্পষ্ট নির্দেশ প্রশংসনীয়। উপযুক্ত তথ্য, বিজ্ঞানের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, মানুষের জীবনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েই এই পদক্ষেপ, প্রশংসা ফিকির। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে আগাগোড়া পাশে আছে তারা, ট্য়ুইটে জানিয়েছেন ফিকি প্রেসিডেন্ট ড. সঙ্গীতা রেড্ডি।