নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিন, ভারত সেনাবাহিনীর সংঘর্ষের উল্লেখ করে চিনের বিরুদ্ধে হুঙ্কার দিলেন অরবিন্দ কেজরিবাল। সীমান্তের লড়াই, চিনের মাটিতে উত্পত্তি হওয়া নোভেল করোনাভাইরাস-উভয় ক্ষেত্রেই ভারতের জয় হবে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইট করেছেন, চিনের বিরুদ্ধে আমাদের দুটো লড়াই চলছে। একটা সীমান্তে, আরেকটা চিন থেকে আসা ভাইরাসের সঙ্গে। আমাদের ২০ সাহসী জওয়ান পালিয়ে আসেননি। আমরাও পিছু হটব না, দুটো যুদ্ধেই জিতব। পুরো দেশ দুটো ময়দানে যাঁরা লড়ছেন, তাঁদের অর্থাত ডাক্তার ও সেনা জওয়ানদের পাশে আছে। এব্যাপারে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।


দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। দিল্লি সরকারের সঙ্গে কেজরিবাল সরকারের এ নিয়ে বারবার বৈঠকও হয়েছে। এই প্রেক্ষাপটেই চিনকে নিশানা করলেন কেজরিবাল।
রবিবারের হিসাবে আরও ৩০০০ লোকের করোনা পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। এই নিয়ে টানা তিনদিন ৩ হাজার ওপর নতুন করে সংক্রমিত হয়েছেন। শুক্রবার ও শনিবার যথাক্রমে ৩১৩৭ ও ৩৬৩০ টি সংক্রমণের খবর এসেছে। রবিবার কেন্দ্র ও দিল্লি সরকার সেখানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যাকশন প্ল্যান চাঙ্গা করার ব্যাপারে সম্মত হয়েছে। এবার আরও বেশি গুরুত্ব পাচ্ছে ঠিকঠাক কন্টেনমেন্ট করা, সংক্রমণ চিহ্নিত করার কর্মসূচির পরিধি বাড়ানো। তৃণমূল স্তরে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর মধ্যেই কোভিড-১৯ জনিত পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিতকরণের পরীক্ষা দিল্লিতে তিনগুণ বেড়েছে। হোম আইসোলেশনে থাকা করোনা সংক্রমিতদের কয়েক ঘন্টার ব্যবধানে শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পালস অক্সিমিটার দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।