জয়পুর: একদিকে যখন করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ, পাক জঙ্গিদের আক্রমণে অশান্ত কাশ্মীর সীমান্ত। লস্কর ই তৈবা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গত রবিবার শহিদ হন চার ভারতীয় সেনা ও এক পুলিশ আধিকারিক। তাঁদেরই একজন আশুতোষ শর্মা। জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান কর্নেল আশুতোষ শর্মা । মঙ্গলবার রাজস্থানের জয়পুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হল । তার আগে সেনা আধিকারিককে শেষ শ্রদ্ধা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট এবং বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর। কর্নেল আশুতোষ শর্মাকে স্যালুট জানিয়ে শেষ বিদায় জানান তাঁর স্ত্রী পল্লবী শর্মা এবং তাঁর কন্যা তমন্না শর্মা।



রবিবার কর্নেলের মৃত্যুর খবরে ভেঙে পড়ে তাঁর পরিবার। সোমবার বিশেষ এয়ারক্রাফ্টে জয়পুরে এসে পৌছায় কর্নেলের দেহ। মঙ্গলবার স্ত্রী পল্লবীই স্বামীর মুখাগ্নি করেন ৷ হাজির ছিলেন তাঁর মা-ও।

জঙ্গিদমনে পারদর্শিতা দেখিয়ে দুবার গ্যালান্ট্রি মেডেল পান কর্নেল আশুতোষ। ২১ নং রাষ্ট্রীয় রাইফেলের দ্বিতীয় কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল শর্মা। তাঁর দক্ষতা ও সাহসিকতার কথা সেনাবাহিনীর কাছে উদাহরণ হিসেবে ব্যবহৃত হত।