নয়াদিল্লি: এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারকে নোটিস পাঠালো দিল্লি হাইকোর্ট। জানা যাচ্ছে, অভিযোগকারী সুবোধ শর্মা পেশায় একজন আইনজীবী এবং তিনি গত ২০ বছর ধরে প্র্যাকটিস করে আসছেন। তাঁর বক্তব্য, তিনি একা গাড়ি চালাচ্ছিলেন যখন, তখন মাস্ক না পরার অপরাধে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অপমানের তিনি বিচার চান। এ জন্য তিনি ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।
একক বিচারক বেঞ্চে আসীন জাস্টিস নবীন চাওলা সংশ্লিষ্ট অভিযোগের জবাব চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক, দিল্লির রাজ্য সরকার, দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং দিল্লি পুলিশের কাছে। সবার নামেই আদালতে পিটিসন দায়ের হয়েছে।শুনানির সময়ে শর্মার আইন উপদেষ্টা তথা বার কাউন্সিল অফ দিল্লি-র প্রাক্তন চেয়ারম্যান কে সি মিত্তাল বেঞ্চকে বলেন যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে একা গাড়ি চালানোর সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়নি।
শর্মার আবেদন অনুসারে, গত ৯ সেপ্টেম্বর তিনি নিজে গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিলেন। গীতা কলোনির কাছে পুলিশ তাঁকে আটকায়। তিনি যখন গাড়িতে বসেছিলেন, সেই অবস্থায় এক পুলিশ অফিসার তাঁর ছবি তোলেন। তাঁকে বলা হয় যেহেতু তিনি মাস্ক পরেননি, তাই তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর ঠিক এই বক্তব্যের বিরুদ্ধেই আবেদন করেছেন শর্মা। তিনি জানাচ্ছেন একা গাড়ি চালানোর সময়ে মাস্ক বাধ্যতামূলক হিসেবে দেখানো হয়নি মন্ত্রকের তরফে। তাঁকে অপদস্থ, অপমান করার ক্ষতিপূরণ হিসেবে তিনি ১০ লক্ষ টাকা দাবি করেছেন।
মাস্ক না পরে গাড়ি চালানোয় ৫০০ টাকা জরিমানা, ১০ লাখ ক্ষতিপূরণ চান 'অপমানিত' আইনজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2020 10:25 AM (IST)
শর্মার আবেদন অনুসারে, গত ৯ সেপ্টেম্বর তিনি নিজে গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিলেন। গীতা কলোনির কাছে পুলিশ তাঁকে আটকায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -