কলকাতা: মেয়েদের পোশাকের পরিচিত ক্ষেত্র নয়, পুরুষদের পোশাক নিয়ে চলত তাঁর পরীক্ষানিরীক্ষা। বাঙালির ধুতিকে গোটা দেশে জনপ্রিয় করেছিলেন তিনি। দেশের অন্যতম সেরা সেই ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু হল। গতকাল গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
শর্বরীর পরিবারের লোকজন দাবি করেছেন, গতকাল সকাল থেকে তাঁর দেখা পাওয়া যায়নি। তাঁরা ভেবেছিলেন, তিনি কোনও কাজে বেরিয়েছেন। শর্বরীর ছেলে অমলিন দত্তর দাবি, রাতেও মা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। রাত সাড়ে ১১টা নাগাদ বাথরুম থেকে উদ্ধার হয় শর্বরী দত্তের মৃতদেহ। খবর দেওয়া হয় পরিবারের চিকিৎসককে। তিনি এসে পুলিশে খবর দিতে বলেন। পরে কড়েয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
অমলিনবাবু জানিয়েছেন, তাঁরা নিজের নিজের জীবন, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, ফলে মায়ের সঙ্গে দিনের পর দিন দেখা না হওয়াই দস্তুর। হয়তো রাতে খাওয়ার টেবিলে একবার দেখা হয়। ফলে সকাল থেকে তাঁকে দেখতে না পেয়ে তাঁরা অস্বাভাবিক কিছু ভাবেননি।
শর্বরীর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল শর্বরীর, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাথরুমে পাওয়া গেল দেহ, আচমকা মারা গেলেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2020 07:50 AM (IST)
অমলিনবাবু জানিয়েছেন, তাঁরা নিজের নিজের জীবন, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, ফলে মায়ের সঙ্গে দিনের পর দিন দেখা না হওয়াই দস্তুর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -