গাজিয়াবাদ: পেটিএম ক্যাশব্যাকের ছুতোয় এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১.৪৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে পেটিএম ভাইস প্রেসিডেন্ট অজয় শেখর শর্মার নামে এফআইআর দায়ের হল। পাশাপাশি আরও ৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবিনগর থানায় অজয় শেখর শর্মা সহ ৫ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের হয়। রাজকুমার সিংহ নামে এক মার্কেটিং কোম্পানির কর্ণধারের অভিযোগ, কোনও অপরিচিত ব্যক্তি তাঁর ফোনে একটি লিঙ্ক পাঠান, বলেন, তাতে ক্লিক করলে পেটিএম ক্যাশব্যাক পাওয়া যাবে। কিন্তু ওই লিঙ্কে ক্লিক করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ১.৪৬ লাখ টাকা।

পেটিএমের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা হচ্ছে, গ্রাহকদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সংস্থার কোনও গাফিলতি ছিল কিনা।