নয়াদিল্লি: কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশ। একে আর্থিক মন্দা বলা যায় কিনা এই নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত থাকলেও, ভারতের অর্থনীতির হাল যে বেশ খারাপ, তা নিয়ে মতান্তর নেই। এই পরিস্থিতিতেই বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ বলে বসলেন, মন্দা কই? লোকজন তো বেশ কোট-জ্যাকেট পরছে, ধুতি-কুর্তা না পরে!
উত্তরপ্রদেশের বালিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দিল্লিতে ও সারা বিশ্বে মন্দা নিয়ে আলোচনা হয়েছে। যদি দেশে আদৌ কোনওরকম মন্দা থাকত, তাহলে আমরা কুর্তা, ধুতি পরে আসতাম; কোট, প্যান্ট, জ্যাকেট নয়।’
তিনি আরও বলেন, শুধুমাত্র বড় শহর নিয়ে দেশটা তৈরি নয়। ভারতে বেশিরভাগ গ্রাম।
‘এই দেশে ৬.৫ লাখ গ্রাম। শুধু দিল্লি, মুম্বই, হায়দরাবাদের মতো শহর নিয়ে দেশটা নয়। মহাত্মা গাঁধী, ডঃ হেগড়েওয়ার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জয়প্রকাশ নারিন এঁরা গ্রামবাসীদের উপরই ভরসা রেখেছিলেন। দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন।’
এর আগেও দেশের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বীরেন্দ্র সিংহ। বলেছিলেন, যদি দেশে গাড়ি কেনা কমেই যেত, তাহলে এত ট্রাফিক জ্যাম বাড়ছে কেন? এসব দেশ ও সরকারকে হেনস্থা করার উদ্দেশ্যে বলা।
'ধুতি-কুর্তা না পরে, লোকজন তো কোট-জ্যাকেট পরছে! তাহলে মন্দা কোথায়?' বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2020 11:37 AM (IST)
বিজেপি সাংসদ বীরেন্দ্র সিংহ বলেন, মন্দা কই? লোকজন তো বেশ কোট-জ্যাকেট পরছে, ধুতি-কুর্তা না পরে!
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -