মুম্বই: কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে খান পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বৃহন্মুম্বই পুরসভা। এই তালিকায় আছেন অভিনেতা তথা প্রযোজক সোহেল খান, তাঁর ছেলে নির্বান খান, তাঁর দাদা আরবাজ খান। গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে ফেরেন তাঁরা। অভিযোগ, কিন্তু কোয়ারান্টিনে থাকেননি খান পরিবারের সদস্যরা। বিমানবন্দরে এই বিধি ভাঙেন তাঁরা। এমনটাই অভিযোগ বৃহন্মুম্বই পুরসভার।


 সংবাদ সংস্থা সূত্রে খবর, গত বছর ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বই ফেরেন সোহেল খান, নির্বান খান, আরবাজ খান। তাঁদের কোয়ারান্টিনে থাকতে বলা হয়। কিন্তু সেই নিয়ম মানেনি তাঁরা। তাই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বৃহন্মুম্বই পুরসভা। বৃহন্মুম্বই পুরসভা ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর সোহেল খান, নির্বান খান, আরবাজ খানরা জানান, তাঁরা তাজ হোটেলে যাবেন। সেখানে ঘর বুক করা আছে। কিন্তু কোয়ারান্টিনে থাকার বদলে তাঁরা সরাসরি বাড়ি চলে যান। এদিকে ব্রিটেনে হদিশ মিলেছে ভাইরাসের নতুন স্ট্রেনের। সেই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত ভারতীয়রা। এই আবহে সতর্ক হতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, বিদেশ থেকে কোনও ব্যক্তি দেশে এলে তাঁকে বাধ্যতামূলকভাবে ৭ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে।


উল্লেখ্য, সোহেল খানকে এরপর দেখা যাবে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে। যে ছবির প্রযোজক সলমান খান। সোহেল খান ছাড়াও ছবিতে দেখা যাবে সলমান খান, দিশা পাটানি, রনদীপ হুডা, জারিনা ওয়াহবকে। অন্যদিকে আরবাজ খানকে শেষ দেখা গিয়েছে বিগ ব্রাদার ছবিতে। ২০২০ সালে মুক্তি পায় মালায়ালম এই ছবি। ছবিতে ছিলেন মোহনলাল, হানি রসকে।