কলকাতা: ট্যাংরায় গাড়ির সার্ভিস সেন্টারে আগুন। সকাল পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর নেই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।


চলতি সপ্তাহের শুরুতে বউবাজারে বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। অত্যন্ত ঘিঞ্জি ও সংকীর্ণ জায়গা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। পাশের বহুতল থেকে আতঙ্কিত বাসিন্দারা জল দিতে শুরু করেন। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আনার চেষ্টা করা হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। বহুতলের মধ্যে কেউ আটকে নেই, সকলেই বেড়িয়ে গিয়েছে বলে জানা যায়।


বউবাজার থানার ঠিক উল্টো দিকে শম্ভু দাস লেন। সেখানেই একটি বহুতলে আগুন লেগেছিল। আর এতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ওই গলি ঢেকে যায় কালো ধোঁয়ায়। পাশের একটি বহুতল থেকেও আগুন নেভানোর জন্য জল দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বহুতলের মধ্যে কেউ আটকে ছিল না। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেড়িয়ে যান তাঁরা। ফলে এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। 


ট্যাংরার এক বহুতলে ছিল সার্ভিস সেন্টারটি। আগুন লাগে ওই বহুতলেই। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। 


পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে কেউই আটকে ছিলেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেড়িয়ে যান সকলে। ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন তাঁরা।


এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, সপ্তাহের আর পাঁচটা ব্যস্ত দিনের মতই এদিন কাজ শুরু হয় ওই সার্ভিস সেন্টারটিতে। কিছুক্ষন পরেই অনেক চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। গিয়ে দেখি আগুন জ্বলছে, ভেতর থেকে সবাই বাইরে বেরিয়ে আসেন।