কলকাতা: মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন। তৃণমূল বিধায়ক বাড়িতে আচমকাই আগুন লাগে। একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে সকলেই বাড়ির বাইরে চলে আসেন।  বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুতের সংযোগ।  খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। বিধায়ক জানান, তাঁর নাতি ওই ঘরে পড়াশোনা করে।  আগুন ঘরের জিনিসপত্র পুড়ে গেছে। ওয়াটার পিউরিফায়ারে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।  আগুন লাগার খবর পেয়ে মদন মিত্রকে ফোন করেন দমকলমন্ত্রী সুজিত বসু।   


উল্লেখ্য় ওই ঘরেই থাকতেন মদন মিত্রের নাতি। এদিন সকালে সে বেরিয়ে পড়ে বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ঘটেনি। এদিন সকাল ১০টার পর পোড়া গন্ধ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মদন মিত্রের পরিবার সহ ওই এলাকার অন্য বাসিন্দারা বেরিয়ে যান। দমকল মন্ত্রী সুজিত বসুর তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।


এই বিষয়ে  কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, সকাল সোয়া দশটা নাগাদ হঠাৎ একটা পোড়া গন্ধ পাওয়া যায়। ১৫০ বছরের পুরনো বাড়ি। সাধারণত ওই ঘর এবং পাশের ঘরে ছেলে, ছেলের বউ নাতি সহ আমার স্ত্রী ওই ঘরেই থাকে। শুধু আমি না, গোটা এলাকাবাসী এই পোড়া গন্ধ পেয়ে বেরিয়ে আসে। নিচের ঘরে আগুন লাগে। ৫ বছর বয়সী আমার নাতি ওই ঘরে পড়ে। আমি দক্ষিণেশ্বর থেকে কাল বাড়ি ফিরেছি। ও যখন শুনেছে আমি বাড়ি ফিরেছি, তখন সকালেই ঘুম থেকে উঠে উপরে চলে যায়। হঠাৎ দেখতে পাই অনেক লোক। ৫ মিনিটের মধ্যে সবাই বেরোতে না পারলে। সুজিতকে বলার পরই ও জানায় খবর দেওয়া হয়েছে। সরকারকে অনেক ধন্যবাদ। আগুন লাগল কীভাবে তা দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সময় মতো না দেখলে ভস্মীভূত হয়ে যেতে পারত। আমি দোতলায় ছিলাম। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।