তিনসুকিয়া: অসমের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়ার গ্যাসের কূপে ভয়াবহ অগ্নিকাণ্ড।  ওই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে।  মঙ্গলবার একটি গ্যাসের কূপে আগুন লাগে।  সেই আগুনই ভয়ঙ্কর আকার নেয়।





মৃত ২ জনের দেহ উদ্ধার হয়েছে।  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে।  এখনও পর্যন্ত ওই কূপের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।  অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা কেন্দ্রীয় তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।