কলকাতা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে ঢুকে, মায়ানমারের কিছু অংশে প্রবেশ করেছে। এরপর উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে দিয়ে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করবে।
শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা আসার কথা। এরই মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে।
এর জেরে বৃষ্টি হতে পারে এ রাজ্যেও। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকাল থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হয়।