সিওল: দক্ষিণ কোরিয়ার (South Korea) একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে ২২ জনের। জখম হয়েছেন আরও ৮ জন।
আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরা সূত্রে জানা গেছে, সোমবার প্রথমে জানা যায় যে দক্ষিণ কোরিয়ার ওই লিথিয়াম ব্যাটারির কারখানায় আগুন লাগার কারণে কমপক্ষে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন তিনজন। পরে দক্ষিণ কোরিয়ার প্রশাসন সূত্রে জানানো হয়, সিওল থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত ওই লিথিয়াম ব্যাটারি কারখানা থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে একজন লাওটিয়ান ও ১৮ জন চিনা শ্রমিক রয়েছেন। যদিও সরকারিভাবে মৃতদের পরিচয় দেওয়া হয়নি।
আরও পড়ুন: Hajj Death: তীব্র গরমের জের, হাজারের বেশি হজ যাত্রীর মৃত্যুর কথা জানাল সৌদি আরব
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি এয়ারসেলের কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর দুপুর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে লিথিয়াম ব্যাটারিতে বিস্ফোরণ হওয়ার ফলে সেখানে থাকা অন্যান্য় সরঞ্জামে আগুন লেগে যায়। তার জেরেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।
ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাটারি সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে যে বিষাক্ত ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে তার থেকে বাঁচতে মানুষকে দরজা ও জানলা ভালোভাবে বন্ধ করে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ওই এলাকায় স্যামসং ও এলজি সহ বিভিন্ন কোম্পানির লিথিয়াম ব্যাটারি কারখানা রয়েছে। এয়ারসেলের কারখানায় আগুন লেগে শ্রমিকদের মৃত্যুর পরে ওই কারখানাগুলিতেও সতর্ক জারি করা হয়েছে। কোনওরকম কোনও সমস্যা দেখা দিলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির অফিসের তরফে যে কারখানাতে আগুন লেগেছে তার বাকি শ্রমিকদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে। জখমদের প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দিয়েছে তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।