ভাঙড়: ভাঙড়ের মালঞ্চ এলাকায় বেআইনি চামড়া কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বয়লার ফেটে গুরুতর জখম ১১ জন শ্রমিক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতায় রেফার করা হয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ কারখানায় কাজ চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণ হয়। বেআইনি চামড়া কারখানা সিল করে দিয়েছে ভাঙড় থানার পুলিশ।
সাত সকালে আচমকাই বিস্ফোরণে উড়ে গেল কারখানার ছাদ। বিস্ফোরণের পর তছনছ গোটা কারখানা চত্বর। পাঁচিল ভেঙে পাশের খেতের মধ্যে গিয়ে পড়ল বয়লার। এই ছবি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মালঞ্চ এলাকার। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ। এখানকার একটি বেআইনি চামড়া কারখানায় বয়লারে বিস্ফোরণ হয়।
গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসি। ততক্ষণে কারখানার গেটে তালা পড়ে গিয়েছে। কয়েকজন ছিটকে পড়েছিল। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ১১ জন শ্রমিক। ঘটনায় আহত এক শ্রমিক বলেন, মারাত্মক যন্ত্রণা করছে। কাজ করছিলাম। আচমকাই বয়লার ফেটে যায়।
আহত শ্রমিকদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। আহত শ্রমিকের আত্মীয় বলেন, বিস্ফোরণের পর ওই বেআইনি চামড়ার কারখানার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ২-৩ বছর ধরে বেআইনি চামড়া কারখানাটি চলছে। পুলিশ প্রশাসনকে বারবার বলেও কোনও কাজ হয়নি।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এখানে ২৪ ঘণ্টা কাজ হয়। প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। বারবার পুলিশকে জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। কারখানাটি সিল করে দেওয়া হয়।