ভুবনেশ্বর : করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Tragedy) বিপর্যয়ের মাঝেই ফের ফিরল ট্রেন-আতঙ্ক। দক্ষিণ-পূর্ব রেলপথে ফের একবার ঘটন দুর্ঘটনা। পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন, জানাল ইস্ট কোস্ট রেলওয়ে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন  দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।


রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষেই আগুন ছড়ায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি। আর স্বস্তির খবর এই যে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ তা প্রথমে থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয় যার পরে।য আগুন নিয়ন্ত্রণে আনার পরে  ফের একব্র বিস্তারিত পর্যবেক্ষণের শেষে রাত ১১ টা নাগাদ গন্তব্যের পথ ধরে পুরী-দুর্গ এক্সপ্রেস। মাঝে ফের একবার ট্রেনে আগুন ও তার জেরে ঘণ্টাখানেকের আতঙ্কের আবহ অবশ্য রয়ে গিয়েছে ট্রেনযাত্রীদের মধ্যে।                                                       


আরও পড়ুন- কোন নম্বরে 'সরাসরি মুখ্যমন্ত্রী'-তে অভাব-অভিযোগ ? কখন করা যাবে ফোন ?


গত বছরের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছিল। কলকাতা আসার পথে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের বগিতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের কুপ্পাম স্টেশনে থামানো হয়েছিল ট্রেনটিকে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস-৯ এসি বগিতে আগুন লেগেছিল সেবার। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ট্রেনের বাইরে বেরিয়ে এসেছিলেন যাত্রীরা। হতাহতের কোনও ঘটনা সৌভাগ্যবশত সেবারও ঘটেনি।                                                                                                             


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার