মুর্শিদাবাদ: ভোটের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, শুক্রবার যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ। চাঁদপুর ব্রিজের কাছে নাকা তল্লাশিতে মুঙ্গেরের বাসিন্দা টেম্পু মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১০ কেজি বিস্ফোরক। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মুঙ্গের থেকে আনা হয়েছিল কি না, কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে।


ভোটের আগে ফের রাজ্যের এক জেলায় অস্ত্র উদ্ধার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। চলতি সপ্তাহের বুধবার নির্বাচনের বাংলায় কোচবিহারে অস্ত্র উদ্ধার হয়। অস্ত্রের হদিশ মিলল মাথাভাঙার কুর্শামারি বাজার এলাকা থেকে। মাথাভাঙায় একটি টাটাসুমো থেকে উদ্ধার হয় নাইন এমএম পিস্তল ও একটি কার্তুজ। দুই যুবককে আটক করে পুলিশ। তার আগে গত শুক্রবারই, কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ২টি রিভলভার, একটি ওয়ান শটার, ২০ রাউন্ড কার্তুজ ও ১২টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গত সোমবার, মাথাভাঙার ঘোকসাডাঙা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ভোটের আগে, আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে তরজায় জড়ায় তৃণমূল বিজেপি দুই শিবির।


গোপন সূত্রে খবর পেয়ে, গত বুধবার সকালে কুর্শামারি বাজার এলাকায় একটি টাটাসুমো পাকড়াও করে পুলিশ। গাড়ির দুই সওয়ারিকে তল্লাশি করতেই, তাঁদের কাছ থেকে পাওয়া যায়, একটি নাইন এমএম পিস্তল ও একটি কার্তুজ। দুজনকেই আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যুবকদের মধ্যে, একজনের নাম আনোয়ার হোসেন (৩২)। মাথাভাঙার পচাগর এলাকায় তাঁর বাড়ি। অপরজন মহম্মদ আব্দুল আমিন (২৭)। তিনি মাথাভাঙার ঘোকসাডাঙার বাসিন্দা।


শুধু মুর্শিদাবাদ বা কোচবিহার নয়, গত সপ্তাহে অস্ত্র উদ্ধার হয় দক্ষিণ ২৪ পরগনায়। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ সর্দারপাড়া এলাকায় হানা দেয়। গোপাল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়।