গাজিয়াবাদ: আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের গোলা! যা দেখে আতঙ্কিত বাসিন্দারা। বেনজির ঘটনা ঘটেছে গাজিয়াবাদে।


সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই মানুষ দেখতে পান, আকাশ থেকে এক বিরাট আগুনের গোলা আকাশ থেকে ধেয়ে আসছে। রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে।


দমকলকে খবর দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, একটা উল্কা মাটিতে আছড়ে পড়েছে। পরে, দমকল সেখানে পৌঁছয় এবং বস্তুটিতে পরীক্ষা করে।


প্রথম জ্বলন্ত বস্তুটিকে বেশ কিছুক্ষণের চেষ্টায় নেভাতে সক্ষম হয় দমকল। পাশাপাশি, জেলাশাসকের দফতর থেকে খবর পাঠানো হয় ভূতত্ত্ববিদ এস সি শর্মার কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করেন।


পরে আধিকারিকরা  জানান, ওই বস্তুতি প্রধানত সোডিয়াম মৌল দিয়ে তৈরি।  বলা হয়, জলের সংস্পর্শে এসেই তা জ্বলতে শুরু করে। বস্তুটির নমুনা লখনউয়ের ল্যাবে পাঠানো হয়েছে।


তবে, গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।