নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবসে ইতিহাস গড়ল ভারতের মহিলা টেনিস দল। ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার ফেড কাপের প্লে অফে পৌঁছে গেল ভারত। টাইয়ের ফল ভারতের পক্ষে ২-১। এবার এপ্রিলে লাটভিয়া বা দ্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন সানিয়া মির্জা, অঙ্কিতা রায়নারা।

এই টাইয়ের প্রথম সিঙ্গলসে হেরে যান ভারতের রুতুজা ভোসালে। দ্বিতীয় সিঙ্গলস জিতে সমতা ফেরান অঙ্কিতা। এরপর ডাবলসে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন সানিয়া-অঙ্কিতা। এর ফলে ইতিহাস গড়ে ভারত। গ্রুপের ৬টি দলের মধ্যে শীর্ষে চিন। তারপরেই দ্বিতীয় স্থানে ভারত।

চার বছর পরে ফেড কাপ খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন সানিয়া। তিনি দলকে প্লে অফে নিয়ে যেতে সাহায্য করলেন। এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন বিশাল উপ্পল। তিনি বলেছেন, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এই ইতিহাসের সাক্ষী হতে পেরেছি, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। দলের প্রতিটি সদস্যের জন্য আমি গর্বিত। আমাদের প্রত্যেকের লক্ষ্য এক।’