বিশ্বজুড়ে জনপ্রিয়তার তালিকায় এখনও শীর্ষে মানি হাইস্ট (Money Heist)। খুব শীঘ্রই এই সিরিজের যবনিকা পতন হতে চলেছে। জনপ্রিয় স্প্যানিশ নেটফ্লিক্স শো-এর শেষ সিরিজ (সিজন-৫) ৩ সেপ্টেম্বর ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে লঞ্চ হবে। ‘La casa de Papel’ (মানি হাইস্টের স্প্যানিশ নাম) নিয়ে উচ্ছ্বসিত নেটমহল। অগাস্টের ৫ তারিখ এর ট্রেলার মুক্তি পেতেই হইহই করে মিলিয়ন ভিউ ছুঁয়েছে। ভারত সহ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই সিরিজটি। এরই মধ্যে Verve Logic নামে একটি জয়পুর-ভিত্তিক সংস্থা ৩ সেপ্টেম্বর কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে। 'নেটফ্লিক্স এবং চিল হলিডে' দেওয়া হয়েছে কর্মচারীদের। সংস্থার প্রধান অভিষেক জৈন জানান কোভিডের সময় যেভাবে সংস্থার কর্মীরা কাজ করেছেন সেই কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ দিতেই এই উদ্যোগ।


সোশ্যাল মিডিয়ায় কর্মীদের উদ্দেশে পোস্ট করা একটি টুইটে Verve Logic প্রধানের সিইও বলেন, "মাঝে মধ্যে এমন ব্রেক নেওয়া কিন্তু খারাপ নয়, বরং ভালই।" তিনি বলেন, “আমরা এই উদ্যোগটি নিয়েছি কর্মীদের দিকে তাকিয়েই। অনেকেই মিথ্যে কথা, অজুহাত দিয়ে ছুটি নিয়ে থাকেন। কারণ আমরা জানি কখনও কখনও এমন ছুটিরও প্রয়োজন হয়।" 


এই সিরিজটিতে অধ্যাপক (আলভারো মুর্তের) নেতৃত্বে একদল লোক দুজন দীর্ঘ-প্রস্তুত উত্তরাধিকারীর কাজ পূর্ণ করেছেন। একজনের ইচ্ছা ছিল স্পেনের রয়েল মিন্টে ডাকাতি এবং আরেকজনের স্পেনের ব্যাঙ্কে ডাকাতি। সিরিজটি প্রথমে দুটি অংশে একটি ছোট সিরিজ হিসাবে নির্মাণ করার লক্ষ্য করা হয়েছিল। 


'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এর আগের ৪ সিজনেই জনপ্রিয়তা অর্জন করেছে মানি হাইস্ট। আর এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। কিন্তু আদৌ কি সাফল্য পাবেন তাঁরা ? উত্তর পেতে হলে দেখতে হবে মানি হাইস্ট ফাইভ।