IIT Madras Zanzibar: সাগর পাড়ে আইআইটি-র ক্যাম্পাস তৈরি হবে একথা আগেই শোনা গিয়েছিল। জানা গিয়েছে, তানজানিয়ার জাঞ্জিবারে ক্যাম্পাস খুলছে আইআইটি ম্যাড্রাস কর্তৃপক্ষ। এবছর অক্টোবর মাস থেকে সেখানে শুরু হবে পঠনপাঠন। আইআইটি ম্যাড্রাসের ডিরেক্টর ভি কামাকোটি জানিয়েছেন আইআইটি ম্যাড্রাস জাঞ্জিবার ক্যাম্পাসের দায়িত্ব পেতে চলেছে ডক্টর প্রীতি অঘল্যম। এই প্রথম আইআইটিতে যুক্ত হতে চলেছেন কোনও মহিলা ডিরেক্টর। প্রসঙ্গত উল্লেখ্য, আইআইটির প্রথম মহিলা ডিরেক্টর প্রীতি নিজেও একজন আইআইটিয়ান। বি টেক ডিগ্রির পড়াশোনা সম্পন্ন করেছে আইআইটি ম্যাড্রাস থেকেই।
আইআইটির প্রথম মহিলা ডিরেক্টরের কেরিয়ার
২০১০ সালে শিক্ষিকা হিসেবে কেরিয়ার শুরু করেন প্রীতি অঘল্যম। আইআইটি ম্যাড্রাসেই প্রথম পড়ানো শুরু করেন তিনি। বর্তমানে তিনি আইআইটি ম্যাড্রাসের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এবার আইআইটি-র তানজানিয়ার ক্যাম্পসের ডিরেক্টর হতে চলেছেন তিনি। জাঞ্জিবারে আইআইটি ম্যাড্রাসের যে ক্যাম্পাস খোলা হয়েছে তার নাম আইআইটি ম্যাড্রাস অ্যাট জাঞ্জিবার। এবছর দুটো কোর্সে পড়াশোনা শুরু হবে সেখানে। অক্টোবর মাস থেকে শুরু হবে এই দুই কোর্স। শোনা যাচ্ছে ২৪ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস। আগ্রহীরা পড়ুয়াদের ৬ অগস্টের মধ্যে আবেদন করতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ৫০টি আসন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ২০টি আসন রয়েছে জাঞ্জিবারের আইআইটি ম্যাড্রাস ক্যাম্পাসে। সিলেকশন অর্থাৎ পড়ুয়াদের বাছাই করা হবে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
কে এই প্রীতি অঘল্যম
আইআইটি ম্যাড্রাসের অধ্যাপক ছাড়াও আরও অনেক পরিচয় রয়েছে প্রীতি অঘল্যমের। তিনি একজন ম্যারাথন রানার এবং ব্লগার। একাধিক বিষয়ে রিসার্চ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে- underground coal gasification, reduction of automotive NOx, reduction of large reaction mechanisms, reactor modelling- এইসব বিষয়। অন্যান্য অধ্যাপকদের সঙ্গে মিলিতভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক বেশ কিছু আর্টিকেলও লিখেছেন তিনি।
কাজ করেছেন এমআইটি কেমব্রিজ এবং আইআইটি বম্বেতেও
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এমআইটি কেমব্রিজ এবং আইআইটি বম্বের ফ্যাকাল্টিতেও ছিলেন প্রীতি অঘল্যম। স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংইয়ের ডিন পদেও আসীন হয়েছিলেন তিনি। এছাড়াও অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, রিসার্চ পার্টনার এবং আন্তর্জাতিক পড়ুয়াদের সঙ্গেও কাজ করেন তিনি। এবার আইআইটি ম্যাড্রাসের জাঞ্জিবার ক্যাম্পাসের ডিরেক্টর পদে বসতে চলেছেন প্রীতি অঘল্যম। একই সঙ্গে পেতে চলেছে আইআইটি-র প্রথম মহিলা ডিরেক্টরের খেতাব।
আরও পড়ুন- মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI