হায়দরাবাদ: একটা নয়, পাঁচ-পাঁচটি পরিবার ভুগছে আজ। তেলঙ্গানায় পশুচিকিৎসক গণধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার বাবার গলায় ঝরে পড়ল আক্ষেপ। তাঁর পরিবার তো বটেই, যে ৪টি ছেলে এই ঘটনায় অভিযুক্ত ছিল, পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর একই অবস্থা তাদের পরিবারের।
‘আজ ওদের পরিবারও ভুগছে। এরকমটা ঘটানোর কি খুব দরকার ছিল?’, প্রশ্ন সন্তানহারা পিতার।
তেলঙ্গানা গণধর্ষণ-খুনের পর এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যুর ঘটনায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। ৩ আইনজীবীর দায়ের করা মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। মামলায় সাইবারাবাদের কমিশনার বি সি সজ্জনার-সহ এনকাউন্টারে জড়িত সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করা হয়েছে।
পাশাপাশি আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তেরও দাবি করা হয়েছে। ২৭ নভেম্বর রাতে, তেলঙ্গানার শামসাবাদে তরুণী পশুচিকিৎসককে গণধর্ষণের পর খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ৬ ডিসেম্বর ভোরে, পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের।
তেলঙ্গানায় পশুচিকিৎসক গণধর্ষণ: একটা নয়, পাঁচ-পাঁচটি পরিবার ভুগছে আজ, মন্তব্য নির্যাতিতার বাবার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2019 01:30 PM (IST)
‘আজ ওদের পরিবারও ভুগছে। এরকমটা ঘটানোর কি খুব দরকার ছিল?’, প্রশ্ন সন্তানহারা পিতার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -