সুরাত: গুজরাতের এক বিজেপি বিধায়ক কোভিড কেয়ার সেন্টারে গিয়ে রেমডেসিভির ইনজেকশন দিচ্ছেন। তিনি কোনও চিকিৎসক নন। সূত্রের খবর, তাঁর পড়াশোনাও পঞ্চম শ্রেণি পর্যন্ত। এরপর ইঞ্জেকশনের এই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে। নেটিজেনদের রোশের মুখে পড়েছেন তিনি।
গুজরাতের বিজেপি বিধায়ক ভিডি জালাবৈদ্য রবিবার সুরতের একটি কোভিড স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে গিয়ে এক কোভিড রোগীকে রেমডিসিভির ইঞ্জেকশন দিয়েছেন নিজের হাতে। যদিও ওই ওষুধ সিরিঞ্জে ভরার ভিডিওই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। একজন বিধায়ক চিকিৎসা সংক্রান্ত কোনও জ্ঞান ছাড়াই কীভাবে এই কাজ করতে পারেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি এই কাজের জন্য কংগ্রেসের তোপের মুখে পড়েছেন ওই বিধায়ক।
জানা গিয়েছে গুজরাতের কামরেজ বিধানসভার বিজেপি বিধায়ক ভিডি জালাবৈদ্য। তাঁকেই সুরাতের কোভিড স্বাস্থ্য কেন্দ্রে ইঞ্জেকশন সিরিঞ্জে রেমডিসিভির ভরতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই কোভিডের ভ্যাকসিনটি খুলেছেন জালাবৈদ্য নিজেই। যদিও বিধায়কের দাবি তিনি কোনও রোগীকেই ইঞ্জেকশন দেননি, কেবল মাত্র সিরিঞ্জে ওষুধটুকু ভরে দিয়েছেন। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, তাঁর এই কাজ নিয়ে আক্রমণ করেছে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তবে কংগ্রেসের সমালোচনারও জবাব দিয়েছেন জালাবৈদ্য। তিনি বলেছেন, মতবিরোধ তৈরি করা ছাড়া কংগ্রেসের কোনও কাজ নেই। যাঁরা ভাল কাজ করেন তাঁদের নিয়ে সমালোচনা করাই কংগ্রেসের কাজ। কংগ্রেস কিছুই করে না।' এ দিন তিনি আরও বলেছেন, 'আমার সঙ্গে ১৫-২০ জন চিকিৎসক ছিলেন। গত ৪০ দিনে ২০০-র বেশি রোগীকে সুস্থ করে তুলেছি।'