কলকাতা: করোনা সংক্রমণের প্রথম ধাক্কার সময় ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অনুদান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টলমল দেশ, তখন ফের সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। এই মারণ ভাইরাসকে রুখতে ১০ লিটারের ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া কোভিড আক্রান্ত মানুষদের জন্য ওষুধের ব্যবস্থাও করছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, “দেশের এই কঠিন সময় অগণিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনে থেকে লড়াই করছেন। তবুও এই ভাইরাসকে হারানোর যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। তাই কোভিড যোদ্ধা ও ভাইরাস আক্রান্তদের সাহায্য করার জন্য বোর্ড এই উদ্যোগ নিল। আশা করি আমাদের সামান্য চেষ্টায় কিছু মানুষের উপকার হবে।”
দেশের কোভিড অবস্থার উন্নতি না হলে বোর্ডের এরকম উদ্যোগ চালু থাকবে বলে জানানো হয়েছে। বোর্ডের এই প্রয়াস সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে।সংকটের সময় এই সাহায্য মানুষের কাজে লাগবে বলেও সোশ্যাল মিডিয়ায় আশাপ্রকাশ করেছেন অনেকে। বোর্ডের সচিব জয় শাহ দেশের মানুষকে অনুরোধ করেছেন, সম্ভব হলে ভ্যাকসিন নিয়ে নিতে।
এদিকে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার অক্সিজেনের ব্যবস্থা করলেন ক্রুণাল ও হার্দিক পাণ্ড্য। পাণ্ড্য পরিবারের তরফ থেকে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। দেশের ছোট শহরে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। হার্দিক ট্যুইটারে লিখেছেন, ‘দেশের বিভিন্ন ছোট শহরে স্বাস্থ্যব্যবস্থার হাল খুবই খারাপ। তাই সেখানে আমরা অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের জোগান দিলাম। সাধারণ মানুষের ভালবাসা ও আশীর্বাদের জন্যই ক্রিকেট মাঠে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। তাই এমন কঠিন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম’।
গোটা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন ৪ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় বোর্ড ও পাণ্ড্য ভাইদের সাহায্য সকলের কাছেই প্রশংসিত হয়েছে।