নয়াদিল্লি: দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে দেশে করোনা সংক্রমণের মাত্রাও কমেছে বলে দাবি করলেন তিনি।


এদিন সাংবাদিক সম্মেলেন নির্মলা বলেন, ‘করোনার মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। জিএসটি আদায় প্রতি বছর ১০ শতাংশ হারে বেড়েছে। বাজারে চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।’


অর্থমন্ত্রীর ব্যাখ্যা, ‘সরকারের সংস্কারমুখী পদক্ষেপের কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যে কারণে, প্রতিকূল পরিস্থিতিতেও বেড়েছে বিদেশি বিনিয়োগ।’ অর্থমন্ত্রীর দাবি, ‘তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও বাড়বে।


নির্মলা বলেন, ‘আত্মনির্ভর ভারত প্রকল্পে দেশবাসী বিনামূল্যে খাদ্যশষ্য পেয়েছেন। এক দেশ, এক রেশন কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। উপকৃত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা।’


অর্থমন্ত্রী যোগ করেন, ‘হকারদের আত্মনির্ভর ভারত প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হয়েছে। যার সুফল রবিশষ্য উৎপাদনে আশা করা যাচ্ছে।’