করোনা আক্রান্ত তৃণমূল নেতা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, প্রতিবাদ করায় পিটিয়ে মারার অভিযোগ বিজেপি কর্মীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2020 11:10 AM (IST)
যদিও তৃণমূলের দাবি, ওই মৃত্যুর ঘটনায় রাজনীতি নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে গোকুলবাবুর মৃত্যু হয়েছে, পিটিয়ে মারার ঘটনা ঘটেনি।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার গাজিপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী টিঙ্কু পাল করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন গোকুলচন্দ্র জানা নামে বছর বাষট্টির এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, এরপরই ওই গোকুলকে মারধর করেন টিঙ্কু ও তাঁর সঙ্গীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গতকাল রাতে মৃতের পরিবার ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে। যদিও তৃণমূলের দাবি, ওই মৃত্যুর ঘটনায় রাজনীতি নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে গোকুলবাবুর মৃত্যু হয়েছে, পিটিয়ে মারার ঘটনা ঘটেনি।