নয়া দিল্লি: সম্প্রতি দেশজুড়ে একাধিক ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দাম বাড়তে চলেছে নিত্য দিনের নিত্যপ্রয়োজনীয় চা-কফি এবং ম্যাগির দাম। CNBC TV-18-এর সূত্রের খবর, নেসলে ইন্ডিয়া ম্যাগি নুডলসের দাম ৯ থেকে ১৬ শতাংশ বাড়িয়েছে। ম্যাগির পাশাপাশি, নেসলে ইন্ডিয়াও তার দুধ এবং কফি পাউডারেরও দাম বাড়িয়েছে বলে খবর।


জানা গিয়েছে, ম্যাগি মশলা নুডলস ৭০ গ্রাম এর দাম আগে ১২ টাকা ছিল, এবার তা ১৪ টাকা হবে। অন্যদিকে, ম্যাগি মশলা নুডলস এর ১৪০ গ্রাম এর দাম ৩ টাকা বা ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়াও 5৬০ গ্রাম প্যাকের দাম হবে ১০৫ টাকা, আগে ছিল ৯৬ টাকা। দাম প্রায় ৯.৪ শতাংশ বেড়ে গিয়েছে।                                                        


নেসলে মিল্ক-এর ১ লিটার কার্টনের দাম বর্তমান দামের চেয়ে  ৪ শতাংশ বেশি হতে চলেছে। ৭৫ টাকা থেকে বেড়ে দাম হতে চলেছে ৭৮ টাকা। নেসক্যাফে ক্লাসিক কফি পাউডারের দাম ৩-৭ শতাংশ বাড়ানো হয়েছে। নেসক্যাফে ক্লাসিক ২৫ গ্রাম প্যাকের দাম ২.৫ শতাংশ বেড়ে ৭৮ টাকা থেকে ৮০ টাকা হচ্ছে। নেসক্যাফে ক্লাসিক ৫০ গ্রাম প্যাকের দাম ১৪৫ টাকা থেকে ৩.৪  শতাংশ বেড়ে ১৫০ টাকা হয়েছে, এমনটাই জানা গিয়েছে। 


এদিকে, আরেকটি FMCG কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তার চা এবং কফি পাউডার রেঞ্জের দাম বাড়িয়েছে। ব্রু এর কফি তিন থেকে সাত শতাংশ বৃদ্ধি পাবে, যা সমস্ত প্যাক এবং ভেরিয়েন্টের ওপর জারি করা হবে। তাজমহল চায়ের প্যাকের দাম বাড়ছে নেসক্যাফের মতোই। সাত থেকে ৫.৮ শতাংশ বৃদ্ধি হবে।  


এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়েছে বাজারে। প্রায় সব সংস্থার ভোজ্য তেলের দামই লিটার পিছু ১৫ থেকে ২৫ টাকা অবধি বেড়েছে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত। লেক মার্কেটে গিয়ে দেখা গেল, বিভিন্ন সংস্থার ভোজ্য তেলের দাম গড়ে ১৫ থেকে ২৫ টাকা অবধি বেড়েছে। ভারতে সূর্যমুখীর তেলের ৮৫ শতাংশই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করা হয়। রাশিয়া-ইউক্রেন থেকে মাসে ২ লক্ষ টন তেল আমদানি করা হয় এই দুই দেশ থেকে। 


যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবহণের খরচ হু হু করে বেড়েছে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, যুদ্ধের প্রভাব পড়লেও, দাম বৃদ্ধির সেটাই একমাত্র কারণ নয়। সব মিলিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে।