নয়া দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে এবার ইউক্রেনকে সমর্থন করে বড় ঘোষণা করল ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার। সংস্থার তরফে সাফ জানান হয়েছে, জেলেনস্কির দেশকে সাহায্য করার জন্য রাশিয়ায় সংস্থা যত টাকা লাভ করেছে সেই টাকা দান করবে তাঁরা। 


ফার্মাসিউটিক্যাল কোম্পানি Pfizer এও জানায় যে ভ্লাদিমির পুতিনের দেশে তাঁরা নতুন করে বিনিয়োগও স্থগিত করবে। তবে ওষুধ সরবরাহ অব্যাহত রাখবে তাঁরা। একটি ট্যুইটে বলা হয়, "ফাইজার ইউক্রেনের জনগণকে সরাসরি সমর্থন করার জন্য রাশিয়ায় করা সমস্ত লাভের টাকা দান করবে।"






এদিকে, কোনও দেশের সমর্থন নিয়ে নয়, বরং এককভাবেই লড়াই করুক রাশিয়া। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সোমবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই চ্যালেঞ্জ জানালেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। স্পেসএক্সের প্রধানের কথায়, "আমি ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। আপনি কি এই লড়াইয়ের সাথে একমত?" চ্যালেঞ্জের পাশাপাশি নেটিজেনদের সমর্থন রয়েছে কি না, সে বিষয়ে ট্যুইটে জানতেও চেয়েছেন তিনি।                                                                                  


মাস্ক জানিয়েছে, এই লড়াইয়ের একটাই শর্ত। যে এই লড়াই জিতবে সে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে। এদিকে এর আগে ইন্টারনেট ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দেওয়ার যে ফন্দি এঁটেছিল রাশিয়া। সেই সময় টুইট করে স্পেস এক্স-এর কর্ণধার এলন মাস্ক দাবি করেছেন, ইউক্রেনকে দেওয়া স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবস্থা রুশ সেনারা প্রাথমিক ভাবে ‘জ্যাম’ (রুখে দেওয়া) করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এঁটে উঠতে পারেনি স্টারলিঙ্কের অত্যাধুনিক প্রযুক্তি প্রকৌশলের সঙ্গে।