কলকাতা: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার জের কলকাতার বাজারেও। ডাক্তাররা ভরসা দিলেও মুরগির মাংস থেকে করোনাভাইরাস ছড়াতে পারে, এমন আশঙ্কায় অনেক বাড়িতেই ঢুকছে না মুরগি। ফলে বিক্রি কমার সঙ্গে সঙ্গে পড়ছে দামও। অন্যদিকে দাম চড়ছে খাসির মাংসের। এবার খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) হানা দিল বাজারে। আজ সকালে নিউমার্কেটে হানা দেন ইবি আধিকারিকরা। অগ্নিমূল্য খাসির মাংস। ৬৮০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস।
আজ নিউমার্কেটে গিয়ে বিক্রেতাদের ৬০০ থেকে ৬৪০ টাকার মধ্যে মাংস বিক্রি করতে বলেন ইবি আধিকারিকরা। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্রেতাদের দাবি, উত্তরপ্রদেশ থেকে এরাজ্যে আসে খাসি। করোনার জন্য বেশি দামে তাঁদের কিনতে হচ্ছে। সেই কারণেই বেশি দামে মাংস বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কয়েকটি জেলায়ও করোনা-সংক্রমণের আশঙ্কায় কমছে মুরগির মাংসের বিক্রি কমায় খাসির মাংসের বিক্রেতারাসুযোগ বুঝে কোপ মারছেন, কালোবাজারি শুরু হয়েছে বলে খবর এসেছে।
ক্রেতাদের দাবি, আগে যে খাসির মাংস সাড়ে ৫০০ টাকায় বিক্রি হত , সেই মাংসেরই দাম এখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি । খাসির মাংসের দামে রাশ টানতে দিনকয়েক আগে সকালে পুলিশকে সঙ্গে নিয়ে সিউড়ির খাসির মাংসের দোকানে হানা দেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বেশি দামে মাংস বিক্রি করলে ট্রেড লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেন তিনি। যদিও সিউড়ির এক মাংস বিক্রেতা বলেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। চাপ বাড়লে মাংস বিক্রি বন্ধ করে দেব।