নয়াদিল্লি: কো-উইন অ্যাপে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে গিয়ে একাধিক সমস্যায় পড়েছেন অনেকেই। এবার অফলাইনেও কো-উইনে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ১৮-৪৪ বছরের ব্যক্তিরা। সোমবার এমনটাই একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। যাঁদের কাছে ইন্টারনেট অ্যাকসেস বা স্মার্ট ফোন নেই তাঁদের সুবিদার্থেই এই ঘোষণা বলে জানানো হয়েছে। 


অনসাইটে গিয়ে ওয়াক-ইন রেজিস্ট্রেশনও গ্রাহ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র। স্থানীয় স্তরেই হবে এই নাম নথিভুক্তকরণের কাজ। এ ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ওপরেই স্থানীয় স্তরে নাম রেজিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।


কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র সরকারি টিকাকরণ কেন্দ্রেই এই রেজিস্ট্রেশনের কাজ হবে। কোনও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে না বলে জানানো হয়েছে। 


গত ১ মে থেকে শুরু হয়েছিল তৃতীয় দফার টিকাকরণ। জানানো হয়েছিল ১৮-৪৪ বছর বয়সীরা এই দফায় টিকা পাবেন। তবে টিকার পর্যাপ্ত ডোজের অভাবে বহু রাজ্যেই ঠিকমতো টিকাকরণ কর্মসূচি শুরু হয়নি। যার জেরে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদির সরকারকে। 


১৮ থেকে ৪৫ বছর বয়সিদের প্রতিষেধক নিতে কোউইন অ্যাপে আগেই নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। জানানো হয়েছিল, আগের মতো সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে প্রতিষেধক নিতে পারবেন না সাধারণ মানুষ।


আগে নাম নথিভুক্ত করে প্রতিষেধক নেওয়ার দিন ক্ষণ জেনে নিতে হবে। সেই অনুযায়ী প্রতিষেধক পাবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সিরা। তবে কোউইন নিয়ে একাধিক ভোগান্তির শিকার হন গ্রাহকরা। স্লট বুকিং ইত্যাদি নিয়ে উঠতে থাকে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছিল।  তবে এবার অফালাইনেও নাম নথিভুক্ত করে টিকা পাবেন সাধারণ মানুষ।


উল্লেখ্য পর্যাপ্ত টিকার অভাবে ইতিমধ্যেই একাধিক রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাররণ বন্ধ হয়ে গিয়েছে। যদিও কেন্দ্রের আশ্বাস খুব শীঘ্রই টিকার জোগান দেওয়া হবে। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি ভারতে শুরু হয়েছে স্পুতনিক-ভি এর প্রয়োগ। অগাস্ট থেকে দেশেই উৎপাদন হবে এই টিকা। ফলে টিকার ঘাটতি অনেকটা মিটবে বলেই আশা।