Tecno Camon ৩০ Series: ভারতে টেকনো সংস্থার Camon সিরিজের দু'টি ফোনের বিক্রি শুরু হচ্ছে আজ, ২৩ মে। টেকনো Camon ৩০ ৫জি এবং টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি- এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে দেশে। গত সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছে এই দুই ফোন। আগ্রহী ক্রেতারা টেকনো সংস্থার এই দুই ৫জি ফোন কিনতে পারবেন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে টেকনো সংস্থা Camon সিরিজের এই দুই ফোনের বিক্রি। 


ভারতে টেকনো Camon ৩০ ৫জি এবং টেকনো Camon ৩০ প্রিমিয়াম ৫জি ফোনের দাম কত দেখে নিন 


টেকনো Camon ৩০ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। উল্লিখিত দামগুলিতেই লঞ্চ হয়েছে ফোন। 


এবার দেখে নেওয়া যাক টেকনো Camon ৩০ ৫জি এবং টেকনো Camon ৩০ প্রিমিয়াম ৫জি ফোনের ক্ষেত্রে কী কী অফার রয়েছে 


টেকনো Camon ৩০ ৫জি ফোনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স সংস্থা ছাড় দিচ্ছে। ৩০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে এই ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ৮ জিবি র‍্যাম যুক্ত মডেলের দাম কমে হবে ১৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম যুক্ত ফোনের দাম কমে হবে ২৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি ক্রেতারা ১২ মাসের নো-কস্ট ইএমআই পরিষেবা পাবেন। 



 


অন্যদিকে টেকনো Camon ৩০ প্রিমিয়াম ৫জি ফোনের ক্ষেত্রেও ক্রেতাদের জন্য ৩০০০ টাকার ব্যাঙ্ক অফার থাকবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে। আর ফোনের দাম কমে হবে ৩৬,৯৯৯ টাকা। দুটো ফোনের ক্ষেত্রেই ৪৯৯৯ টাকার একটি স্মার্টওয়াচ যা AMOLED ডিসপ্লে যুক্ত তা পাওয়া যাবে বিনামূল্যে। অফলাইন এবং অনলাইন, দু'ক্ষেত্রের কেনাকাটাতেই এই ছাড় পাওয়া যাবে। 


আরও পড়ুন- ভারতে প্রথমবার লঞ্চ হতে চলেছে শাওমির Civi ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।