নয়াদিল্লি: ‘স্বচ্ছ সীমান্ত’ অভিযান চালিয়ে আমাদের যে প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করছে এবং সবরকমভাবে মদত দিচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে সেনাবাহিনী। আজ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ জঙ্গিদের আর্থিক সাহায্য করছে, অন্যান্য সহায়তা দিচ্ছে, থাকতে দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দিয়েছে। সবাই দেখেছে মোদী কী করতে পারেন। স্বচ্ছ মন, স্বচ্ছ ধন, স্বচ্ছ শরীরের পর এবার স্বচ্ছ সীমান্ত, স্বচ্ছ এলওসি-র উদ্যোগ সফল করা সম্ভব হয়েছে। সব মিলিয়েই স্বচ্ছ ভারত অভিযান এগিয়ে যাবে।’
গাঁধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলতে গিয়ে মহাত্মা গাঁধীর সত্যাগ্রহের কথা উল্লেখ করেছেন বেঙ্কাইয়া। তিনি বলেছেন, মোদী ভারতের উন্নতি করতে চাইছেন। যাঁরা সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন তাঁদের বলা হয় সত্যাগ্রহী। আর যাঁরা স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেবেন, তাঁদের ‘স্বচ্ছাগ্রহী’ বলা হবে।
এদিন স্বচ্ছ ভারত অভিযান নিয়ে শর্ট ফিল্ম প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেঙ্কাইয়া। তিনি আশা প্রকাশ করেছেন, ২০১৯ সালের মধ্যেই স্বচ্ছ ভারত অভিযান সম্পূর্ণ সফল হবে।
নিয়ন্ত্রণরেখায় স্বচ্ছতা অভিযান চালাল সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2016 04:12 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -