তিরুঅনন্তপুরম: দেড়শ টাকায় বিক্রি করছিলেন অ্যান্টি করোনাভাইরাস জ্যুস। এতে নাকি করোনা সেরে যাবে। কিন্তু বাদ সাধল পুলিশ। ফলে এই ব্রিটিশ নাগরিক বন্ধ করতে বাধ্য হলেন তাঁর ‘জীবনদায়ী’ জ্যুসের কারবার।

কাফের নাম কফি টেম্পল। তিরুঅনন্তপুরম থেকে ৪৫ কিলোমিটারের মত দূরে জনপ্রিয় পর্যটনস্থল ভারকালায় এই কাফের মালিক জনৈক ব্রিটিশ। করোনাভাইরাসের খবর ছড়ানোর পর সময় নষ্ট না করে কাফের বাইরে তিনি এক হোর্ডিং খাটিয়ে দেন, যে এখানে অ্যান্টি করোনাভাইরাস জ্যুস পাওয়া যায়। দাম ঠিক করেন ১৫০ টাকা প্রতি শিশি। কিন্তু মুশকিল বাধালেন স্থানীয় মানুষ। হোর্ডিং টাঙাতেই তাঁরা চলে যান পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভারকালা থানার পুলিশ। জেরার মুখে বছর ষাটের দোকান মালিক জানান, ওই জ্যুস তাঁর নিজেরই তৈরি, তৈরি করেছেন আদা, লেবু আর বৈঁচির রস মিশিয়ে। নাম রেখেছেন অ্যান্টি করোনাভাইরাস জ্যুস।

কিন্তু তাঁর সাফাইয়ে মোটেই সন্তুষ্ট হয়নি পুলিশ। ওই জ্যুস এখনও কেউ না কেনায় ও বিক্রেতার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলে নিশ্চিত হওয়ায় তাঁকে ছেড়ে দেয় তারা। তবে অবশ্যই কড়া হুঁশিয়ারি দিয়ে।