মাইসোর: চিতাবাঘকে উদ্ধার করতে খাঁচায় করে গভীর কুয়োয় নেমে পড়লেন এক ফরেস্ট অফিসার। কর্নাটকের মাইসোরে এই ঘটনা ঘটেছে। খাঁচার ভিতরে দড়িতে ঝুলে ওই অফিসার নেমে পড়েন ১০০ ফুট নীচে। চিতাকে সেখানে পাওয়া যায়নি ঠিকই। কিন্তু তাঁর প্রয়াস সকলকে মুগ্ধ করেছে।


সিদ্ধারাজু নামে ওই ফরেস্ট অফিসার খাঁচায় করে নামছেন ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। বন্যপ্রাণীপ্রেমীরা তো বটেই, আরও অনেকেই ট্যুইট করে প্রভূত প্রশংসা করেছেন। আইএফএস প্রবীণ কাসওয়ান ট্যুইট করে লিখেছেন, ইনি নাগারহোলের আরএফও সিদ্ধারাজু। চিতাবাঘ উদ্ধারের জন্য শুকনো কুয়োয় নেমে পড়লেন। এমন কমিটমেন্টই কাম্য। আমরা আপনার জন্য গর্বিত বোধ করছি।


নানা সময়ে নানা জায়গায় বন্যপ্রাণী, বিরল প্রাণী, অবলুপ্তপ্রায় প্রাণীর বিপদে পড়ার, মারা যাওয়ার খবর পাওয়া যায়। বহু ক্ষেত্রেই চোখে পড়ে বন দপ্তরের গাফিলতি কিংবা উদাসীনতা। কিন্তু সিদ্ধারাজুর ঘটনা সেই দিক দিয়ে ব্যতিক্রমী।