ঘরের কাজকর্ম থেকে বডি ম্যাসাজ! নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিএ
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 07:14 PM (IST)
অভিযোগনামায় প্রকাশ, মেয়েটির অভিভাবকরা তাকে ওমপ্রকাশের হেফাজতে রেখে গিয়েছিলেন ২০১৫-য়। তিনি তাদের মেয়ের পড়াশোনার ভার নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। ২০১৬ থেকে গত ডিসেম্বর পর্যন্ত তার ওপর অত্যাচার চলে বলে দাবি মেয়েটির।
ভোপাল: নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সহ সভাপতি রমন সিংহের পার্সনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ)। ওমপ্রকাশ গুপ্তা নামে ওই ব্যক্তিকে রায়পুরের মহিলা থানায় ১৬ বছর বয়সি নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রমন সিংহের সঙ্গে তাঁর যোগাযোগ গত ১৫ বছরের। অভিযোগনামায় প্রকাশ, মেয়েটির অভিভাবকরা তাকে ওমপ্রকাশের হেফাজতে রেখে গিয়েছিলেন ২০১৫-য়। তিনি তাদের মেয়ের পড়াশোনার ভার নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। ২০১৬ থেকে গত ডিসেম্বর পর্যন্ত তার ওপর অত্যাচার চলে বলে দাবি মেয়েটির। জনৈক পুলিশকর্তা জানিয়েছেন, নয়া রায়পুরে নিজের আরেকটি আস্তানায় একাধিকবার মেয়েটির ওপর অত্যাচার করে কাউকে জানালে খুব খারাপ পরিণতি হবে বলে তাকে হুমকি দিয়েছিলেন ওমপ্রকাশ। রাজনন্দনগাঁওয়ের মেয়েটিকে ঘরের আনুষঙ্গিক কাজকর্ম করতে, ওমপ্রকাশ ও তাঁর স্ত্রীর বডি ম্যাসাজ করতে বাধ্য করা হত বলেও দাবি। রায়পুরের সম্প্রতি স্কুলের হস্টেলে বদলি হয় একটি সরকারি স্কুলে এগারো ক্লাসের ছাত্রী, মেয়েটি। সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তার পরিচয় হয়। তারাই তাকে বুধবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে সাহায্য করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ অনুচ্ছেদ ও শিশু যৌন নির্যাতন রোধ আইনের (পকসো) নানা ধারায় ওমপ্রকাশকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ওমপ্রকাশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে রমন সিংহ বলেন, আমি পুলিশের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েছি। প্রকৃত তথ্য যাচাই না করে এখনই কিছু বলা যাচ্ছে না।