নয়াদিল্লি: মোদি পদবী নিয়ে কটাক্ষ করায় সাংসদ পদ চলে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)। মানহানি মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করা নিয়ে সমালোচনার ঝড় সর্বত্র। সেই আবহে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ রেণুকা চৌধুরী (Renuka Chowdhury)। সংসদের অধিবেশনে তাঁর হাসি শুনে মোদি ‘শূর্পনখা’র সঙ্গে তাঁর তুলনা টেনেছিলেন বলে সরব হয়েছেন রেণুকা।  রাহুলের সাংসদ পদ চলে যাওয়ায় এ বার সেই নিয়ে মোদির (Narendra Modi) বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন (Defamation Case)।


সংসদে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভিডিও প্রমাণস্বরূপ তুলে ধরেছেন রেণুকা


সংসদে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভিডিও প্রমাণস্বরূপ তুলে ধরেছেন রেণুকা। তিনি লেখেন, ‘নিজেকে সকলের ঊর্ধ্বে ভাবার প্রবণতা যাঁর, সংসদের কক্ষে দাঁড়িয়ে আমাকে শূর্পনখা বলে উল্লেখ করেছিলেন। ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি। দেখি এ বার আদালত কত তাড়াতাড়ি পদক্ষেপ করে...’।


২০১৮ সালের বাজেট অধিবেশনের শুরুতে সংসদের দুই কক্ষে ভাষণ দেন মোদি। রাজ্যসভায় আধার কার্ডের শ্রেয় পূর্বতন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীকে দিতে শোনা যায় মোদিকে। তাতে সশব্দে হেসে উঠেছিলেন রেণুকা।  সেই নিয়ে রেণুকাকে তিরস্কারও করেন তৎকালীন রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নায়ডু। কিন্তু সেখানেই থামেনি বিবাদ।



আরও পড়ুন: Rahul Gandhi: 'আমার নাম সাভারকর নয়...', কেন্দ্রকে বার্তা রাহুলের


বরং এর পর মোদি বলে ওঠেন, “সভাপতি মহাশয়, আপনাকে অনুরোধ করছি, রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পর এমন হাসি শোনার সৌভাগ্য এত দিনে হল।” তাঁর এই মন্তব্যের পর পরই কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় শূর্পণখা এবং রেণুকার হাসির ভিডিও পোস্ট করেন। বিপাকে পড়ে যদিও পরে ভিডিও-টি সরিয়ে নেন তিনি।


মোদির বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন রেণুকা


প্রধানমন্ত্রীর এই মন্তব্যে তীব্র আপত্তি জানায় কংগ্রেস এবং বিরোধীরা। সরাসরি রামায়ণের কোনও চরিত্রের নাম মুখে না আনলেও, মোদি আসলে রেণুকার হাসিকে ‘শূর্পনখা’র হাসির সঙ্গে তুলনা করেছেন বলে সরব হন সকলে। সংসদে বুনিয়াদি ভদ্রতা নিয়ে প্রশ্ন ওঠে। রাহুলের সাংসদ পদ চলে যাওয়ায়, সেই প্রসঙ্গেই মোদির বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন রেণুকা।