নয়াদিল্লি : আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন (Special Session of Parliament)। কিন্তু, তালিভুক্ত হয়নি কোনও বিষয়সূচি বা আলোচ্যসূচি। এমনই বিষয় উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিলেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। আজ পাঠানো সেই চিঠিতে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী লিখেছেন, "অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ছাড়াই বিশেষ এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের আলোচ্যবিষয় কি তা নিয়ে কোনও ধারণাই আমার নেই। আমাদের যা জানানো হয়েছে তা হল, পাঁচ দিন সরকারি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে।"
এর পাশাপাশি সনিয়া গাঁধী প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, সাম্প্রদায়িকতা, মণিপুরের পরিস্থিতি এবং চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্বের মত বিষয়গুলি নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা হোক। তিনি লেখেন, "আমি আন্তরিকভাবে আশা করি যে গঠনমূলক সহযোগিতার ভাবনা থেকে এই বিষয়গুলি নিয়ে আসন্ন বিশেষ অধিবেশনে আলোচনা করা হবে।"
G20 সম্মেলনের আমন্ত্রণপত্রে "ইন্ডিয়া"-র পরিবর্তে "ভারত" উল্লেখ করা নিয়ে দেশজুড়ে নাম পরিবর্তনের জল্পনা ঘিরে চর্চা শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র গত রাতে একটি নথি শেয়ার করেন। যাতে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর উপলক্ষে "ভারতের প্রধানমন্ত্রী" বলে উল্লেখ আছে। এরকম একটা আবহে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন সনিয়া।
সূত্রের খবর, দেশের নাম পরিবর্তনের জন্য এই মাসেই পরের দিকে সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন চলাকালীন রিজোলিউশন আনতে পারে সরকার। সরকার বিশেষ অধিবেশনের কোনও এজেন্ডা ঘোষণা না করায় এই জল্পনা উস্কে গেছে। প্রসঙ্গত, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে। সংসদের পুরনো বিল্ডিংয়ে বসবে অধিবেশন। তবে, ১৯ সেপ্টেম্বর তা সরিয়ে নিয়ে যাওয়া হবে নতুন বিল্ডিংয়ে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন (Congress Parliamentary Party Chairperson)। তাঁর মৃদু জ্বর ছিল। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় সনিয়াকে ।
এর আগে চলতি বছরেই দু'বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কংগ্রেস নেত্রীকে। ১২ জানুয়ারি তাঁকে স্যার গঙ্গারাম হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। সেবার তাঁর শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণ হয়েছিল। ১৭ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। একই হাসপাতালে তাঁকে ২ মার্চ ভর্তি করা হয়েছিল। সেবারও তাঁর জ্বর ছিল গায়ে।