নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে আবার হাসির খোরাক হলেন এক পাক রাজনীতিক। প্রাক্তন পাক মন্ত্রী আব্দুল রহমন মালিক নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভারতে সিএএ-বিরোধী একটি পোস্ট রিট্যুইট করতে গিয়েই ঘটালেন এক কাণ্ড! অক্ষয় নামে এক ব্যক্তির ট্যুইটার হ্যান্ডেল থেকে রহমন মালিককে উদ্দেশ্য করে একটি ট্যুইট করা হয়। তাতে লেখা ছিল, ভারতের আঞ্চলিক সিনেমার অভিনেত্রীরা হিজাবে মুখ ঢেকে সিএএ বিরোধী আন্দোলনে কীভাবে ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। সেখানে ব্যবহার করা হয়েছিল পর্নস্টার মিঞা খলিফার ছবি। মালিক তা না বুঝেই ট্যুইটটি শেয়ার করেন। সঙ্গে লেখেন, ঈশ্বর ওদের আশীর্বাদ করুন।
তারপরই প্রাক্তন পাক মন্ত্রীর ওই ট্যুইট ঘিরে হইহই রব পড়ে যায়। সবাই তাকে নিয়ে নানারকম মজা করা শুরু করে।
ওই ট্যুইটে তিনটি ছবি ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে দুটি মিঞা খলিফার, আর একটি নাদিয়া আলির। ব্যাপারটি বুঝতে পেরে তাড়াতাড়ি পোস্টটি মুছে ফেলেন পাক রাজনীতিক।
অক্ষয় নামে ওই ব্যক্তির পোস্টেও নেটিজেনরা কমেন্ট করা শুরু করে।
এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একাধিকবার হাসির খোরাক হয়েছেন পাক রাজনীতিকরা।
সিএএ নিয়ে পোস্ট করতে গিয়ে মিঞা খলিফার ছবি শেয়ার করে বসলেন পাক রাজনীতিক!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2019 05:01 PM (IST)
অক্ষয় নামে এক ব্যক্তির ট্যুইটার হ্যান্ডেল থেকে রহমন মালিককে উদ্দেশ্য করে একটি ট্যুইট করা হয়। তাতে লেখা ছিল, ভারতের আঞ্চলিক সিনেমার অভিনেত্রীরা হিজাবে মুখ ঢেকে সিএএ বিরোধী আন্দোলনে কীভাবে ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -