নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দিল্লির সেনা হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিন স্মৃতিকাতর ট্যুইট করেছেন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে।
ট্যুইটে শর্মিষ্ঠা লিখেছেন, ছোটবলায় বাবা আর কাকা মিলে গ্রামের বাড়িতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতেন। সেই থেকে এতদিন স্বাধীনতা দিবসে তিনি জাতীয় পতকা উত্তোলন করে এসেছেন।
ট্যুইটে শর্মিষ্ঠা লিখেছেন, তিনি নিশ্চিত যে আগামী বছরও প্রণব মুখোপাধ্যায় স্বাধীনতা দিবস পালন করবেন। সেই সঙ্গেই প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা লিখেছেন, প্রণব মুখোপাধ্যায় যে স্বাধীন, গণতান্ত্রিক, বহুমাত্রিক ভারতের প্রতিনিধিত্ব করতেন, তার পক্ষেই আমাদের দাঁড়ানো উচিত।
প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর শারীরবৃত্তিয় অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলেও সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে।
প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় বিভিন্ন জায়গায় চলছে পুজো-প্রার্থনা। প্রাক্তন রাষ্ট্রপতির ঢাকুরিয়ার বাড়ি থেকে বীরভূমের মিরিটি গ্রামের বাড়িতে এদিন পুজো হয়েছে।