প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসায় মিলছে না সাড়া, ভেন্টিলেশনেই রয়েছেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 11 Aug 2020 08:33 PM (IST)

প্রণব মুখোপাধ্যায় দ্রুত সেরে উঠুন, এখন এই প্রার্থনাই করছে গোটা দেশ...

NEXT PREV

নয়াদিল্লি: শরীরে থাবা বসিয়েছে করোনা। তার মধ্যে আবার মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে। মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।


রবিবার রাত দেড়টার সময় দিল্লির বাড়ির বাথরুমে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। তাঁর মাথায় আঘাত লাগে। সকালে দেখা যায়, তিনি ডান হাতটি ঠিকমতো নাড়াচাড়া করতে পারছেন না।


চিকিৎসক গিয়ে পরীক্ষা করে বলেন, মাথায় আঘাতের কারণেই হয়তো শারীরিক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

প্রসঙ্গত, কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানান প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি লেখেন,


অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা-পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেলফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।-


মঙ্গলবার সকালে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।


কিন্তু, বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়,  অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। দিল্লির আর আর হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।


প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার কথা শোনার পর থেকে বীরভূমের মিরিটি গ্রামের মন ভাল নেই। এখানেই প্রণব মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। এখানেই তাঁর বেড়ে ওঠা। মিরিটি গ্রামের বাসিন্দাদের কাছে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির থেকে বেশি ঘরের ছেলে। তাঁর আরোগ্য কামনা করে গ্রামে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ।


প্রতিবছর মিরিটি গ্রামে নিজের বাড়ির দুর্গাপুজোয় আসেন প্রণব মুখোপাধ্যায়। এমনকী, রাষ্ট্রপতি থাকাকালীনও এর ব্যতিক্রম হয়নি। পুজোয় সর্বক্ষণ উপস্থিত থাকেন। নিজে চণ্ডীপাঠ করেন।


এবারও প্রণব মুখোপাধ্যায়ের মিরিটির বাড়িতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু, গৃহকর্তার অসুস্থতার খবর পাওয়ার পর থেকে চারদিকে একটা মন খারাপের পরিবেশ।


প্রণব মুখোপাধ্যায় দ্রুত সেরে উঠুন। এখন এই প্রার্থনাই করছে গোটা দেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.