বেঙ্গালুরু: করোনা আক্রান্ত ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনদীপ সিংহ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
২৫ বছর বয়সি মনদীপ এখনও পর্যন্ত ভারতের হয়ে ১২৯টি ম্যাচ খেলে ৬০ গোল করেছেন। তিনি ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনাজয়ী দলের সদস্য ছিলেন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতকাল রাতে দেখা যায়, মনদীপ সিংহের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হয়ে গিয়েছে। এর অর্থ, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এরপরেই সাই কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে এসএস স্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।’
২০ তারিখ থেকে বেঙ্গালুরুতে জাতীয় শিবির শুরু হওয়ার কথা। তার আগেই পৌঁছে গিয়েছেন খেলোয়াড়রা। কিন্তু শিবির শুরু হওয়ার আগেই ভারতীয় দলে বড় ধাক্কা। মনদীপ ছাড়াও করোনা আক্রান্ত অধিনায়ক মনপ্রীত সিংহ, ডিফেন্ডার সুরেন্দর কুমার, যশকরণ সিংহ, ড্র্যাগ-ফ্লিকার বরুণ কুমার ও গোলকিপার কৃষ্ণ বাহাদুর পাঠক। সাই সূত্রে খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেঙ্গালুরু আসার সময়ই হয়তো সংক্রমিত হয়েছেন খেলোয়াড়রা। রোজ চারবার করে সব খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
করোনা আক্রান্ত ভারতের হকি খেলোয়াড় মনদীপ সিংহ, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Aug 2020 06:27 PM (IST)
ভারতীয় দলের মোট ৬ জন খেলোয়াড় করোনা আক্রান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -