লখনউ: লোকভবনে বসল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী মর্মর মূর্তি। এবার সেটি উদ্বোধন হওয়ার অপেক্ষা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মূর্তিটি উদ্বোধন করার অনুরোধ জানানো হয়েছে। ২৫ ডিসেম্বর বাজপেয়ীর জন্মদিন। সেদিনই মূর্তিটি উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রধানমন্ত্রীর দফতর এখনও জানায়নি, ওইদিন মোদি মূর্তিটির আবরণ উন্মোচন করতে পারবেন কি না।
সোমবার রাতেই লোকভবনে বসানো হয়েছে অটলবিহারী বাজপেয়ীর ২৫ ফুটের স্ট্যাচু। তৈরি করেছেন জয়পুরের বিখ্যাত ভাস্কর রাজকুমার পণ্ডিত। ৮ ফুট বেস-এর উপর বসানো হয়েছে মূর্তিটি।
৫ বার পরপর লখনউ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যান অটলবিহারী বাজপেয়ী। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছেন আদিত্যনাথ। সূত্রের খবর, এই মূর্তি তৈরিতে প্রায় ৯০ লাখ টাকা খরচ হচ্ছে।
এছাড়াও যোগী আমলেই স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উদ্বোধন করা হয়েছে। তাছাড়াও শেষের পথে আদিত্যনাথের দুই গুরু অবৈদ্যনাথ ও মহান্ত দিগ্বিজয়ানাথের মূর্তি। তাছাড়াও বসানো হবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুনার মূর্তি। কাজ চলছে আধুনিক হিন্দির পথিকৃৎ ভারতেন্দু হরিশ চন্দ্রের মূর্তি নির্মাণের।