নয়া দিল্লি:  প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। ভারতরত্ন পাচ্ছেন পি ভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিংহ। ভারতরত্ন পাচ্ছেন সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনও।


প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নরসিংহ রাওয়ের ভূমিকার প্রশংসা আগেও একাধিকবার করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার তিনিই ট্যুইট করে জানালেন  নরসিংহ রাওকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিংহ রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে, তা জানাতে পেরে আমি আনন্দিত। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক । নরসিংহ রাও  ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছরের সংসদ হিসেবে  ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে।'


প্রধানমন্ত্রী হিসাবে নরসিংহ রাওয়ের সময়কাল ভারতের  ইতিহাসে কতটা  গুরুত্বপূর্ণ তারও উল্লেখ করেন মোদি।  ভারতে মুক্ত অর্থনীতির সূচনা তাঁর হাত ধরেই। সেই সময়ে বিদেশনীতি, ভাষা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথাও বলেছেন মোদি। সেই সঙ্গে তিনি লেখেন নরসিংহ রাও দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।


 






আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


ওয়াকিবহাল মহলের মতে, এবার যে তিনজন বিশিষ্ট জনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হল, তা লোকসভা ভোটের আগে যথেষ্ট প্রণিধানযোগ্য। কিছুদিন আগেই ভারতে বিজেপির অন্যতম কাণ্ডারী এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। এরপর ৯ ফেব্রুয়ারি তিনি ঘোষণা করলেন আরও তিনটি নাম। তার মধ্যে ২জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন চৌধুরী চরণ সিং, অন্যজন নরসিংহ রাও। এই ভারতরত্ন প্রদান রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।